কপি-পেস্ট..........
লিখেছেন লিখেছেন পুস্পগন্ধা ০৯ জুলাই, ২০১৫, ১২:০৫:৫৩ দুপুর
চির সুখীজন
চির সুখী জন ভ্রমে কি কখন
ব্যাথিত বেদন বুঝিতে কি পারে ?
কি যাতনা বিষে বুঝিবে সে কীসে
কভু আশীবিষে দংশেনি যারে !
যতদিন ভবে না হবে, না হবে
তোমার অবস্থা আমার সম !
ঈষৎ হাসিবে, শুনে না শুনিবে,
বুঝে না বুঝিবে, যাতনা মম ।
বিষয়: বিবিধ
১৭৭৬ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে কপিপেস্টকে হ্যা বলুন
কয়েকদিন ধরে কবিতাটা মাথায় ঘুর ঘুর করছিল তাই কপি পেস্ট করেই দিলাম........।
আমি কি কপি পেস্ট করে নিজের নামে চালাইছি নাকি ?
ধন্যবাদ আপনাকে......
হুমম, আমারও ভাল লাগে তাইতো দিলাম। ধন্যবাদ আপনাকে....।
বাংলা পরীক্ষায় ভাবসম্প্রসারণ আসে। পুরো কবিতাটা পড়লে একে প্রেমের কবিতা মনে হয়। ছ্যাকাওলাদের জন্য আদর্শ।
"যতদিন ভবে না হবে, না হবে
তোমার অবস্থা আমার সম !
ঈষৎ হাসিবে, শুনে না শুনিবে,
বুঝে না বুঝিবে, যাতনা মম।"
পোষ্টে কবির নাম বলেননি। কবির নামঃ যতীন্দ্র মোহন বাগচি।
ধন্যবাদ আপনাকে, প্রেমের কবিতা কিনা জানিনা কিন্তু প্রতিটা লাইনই আমার অনেক ভাল লাগে।
"কি যাতনা বিষে বুঝিবে সে কীসে
কভু আশীবিষে দংশেনি যারে !"
ধন্যবাদ আপনাকে..।
মন্তব্য করতে লগইন করুন