দ্ব্যর্থক
লিখেছেন লিখেছেন পুস্পগন্ধা ২৪ মে, ২০১৫, ০৪:২৭:১৪ বিকাল

যখন কোন সাগরে ঝড় উঠে
তোমরা সবাই তা দেখো আর ভয়ে কাঁদো
কখনো কি ভেবেছো? কতটা দুঃখে সাগর এতটা খেঁপে যায়
কতটা দুঃখে উছলে উঠে তার বুকের ভিতর জমে থাকা এত অশ্রু।
যখন কোন পাহাড় থেকে ঝর্ণা ধারা বয়ে যায়
তোমরা সবাই তা দেখে দু'চোখ জুড়াও
কখনো কি ভেবে দেখেছো?
তার হৃদয়ের গহীণে জমে থাকা কত ব্যাথায় এত অশ্রু জমেছে?
কখনো কি ভেবেছো
এ পানি তার চোখ-নাক দিয়ে বয়ে যাওয়া কান্না।
যখন কাদার ধস নামায়
তোমরা শুধু তার ধ্বংসাত্মক রুপটাই দেখ
কখনো কি ভেবেছো? এ তার আত্মাহত্যা
কস্টের বোঝা যখন আর বইতে পারেনা
তখনই তার প্রাণটা বেড় করে দেয় কাদার স্রোতে।
যখন কোন পাহাড়ে অগ্নুতপাত হয়
তোমরা শুধু এর ভয়াভহতাই দেখো
কখনো কি ভেবেছো?
কতদিনের অত্যাচারে সে তার বুকে জমে থাকা ক্ষোভ এভাবে ঝাড়লো।
যখন চারদিক কাঁপিয়ে ঝড় আসে
তোমরা শুধু একে ক্ষতিকরই মনে কর
কিন্তু কখনো কি ভেবেছো?
কতটা কস্টে গাছপালা তার আপন অঙ্গের বিচ্ছেদ ঘটায়
কতটা কস্টে সে তার পাতা গুলিকে
ঝড়িয়ে উড়িয়ে দুমরে মুচরে ফেলে
কখনো কে শুনতে পাও তার ডাল ভাঙ্গার উহ শব্দটুকু।
যখন কোন মানুষ মানুষকে উপকার করে
তোমরা সবাই তাকে বন্ধু ভাব
কিন্তু কখনো কি ভেবেছো?
এই মানুষের মনেই বাস করে হাজারো অনিস্টের রুপরেখা
হাজারো ধ্বঙ্গের প্রতিচ্ছবি
কখনো কি খুজে দেখেছো
মানুষের মনের কত রঙ বদল
ক্ষণিকেই ভালো, আবার ক্ষনিক পরেই সর্বনাশের হোতা।
বিষয়: বিবিধ
১৪০৩ বার পঠিত, ১৮ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
আজ প্রথম আপনার লেখা পড়লাম, অসাধারণ লিখতে পারেন, কোথায় ছিলেন এতোদিন, কেন এতো সুন্দর গভীর চিন্তা ভাবনার উদ্রেককারী লেখা পরিবেশন করেন নি?
ছিলাম আপনাদের মাঝেই.......।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ
ধন্যবাদ...।
বাহার ভাই আপনাকে ধন্যবাদ....।
কার সাথে কথা বলেন?
তবে ছোট্ট একটা কথা বলতেই হচ্ছে। আমি কবিতা বুঝি কম, তবে এতটুকু বুঝি সাহিত্যে বানান খুব গুরুত্বপূর্ণ, আর কবিতাতে যেখানে অল্প কিছু শব্দে অনেক অনেক কথাবার্তা লুকিয়ে থাকে সেখানে বানান আরো গুরুত্বপূর্ণ।
বানানের প্রতি আর একটু লক্ষ্য রাখুন, কবির প্রতি শুভকামনা।
আপনাকে অনেক ধন্যবাদ ভুল ধরিয়ে দেয়ার জন্য।
বানান নিয়ে আমার একটু সমস্যা হয়।
খেয়াল রাখব ইনশাআল্লাহ....।
জাযাকাল্লাহ খাইর.......
আপু আপনাকে অনেক ধন্যবাদ......
ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য।
কি মনে হয় বৃত্তের বাইরে আসতে হবে?
ধন্যবাদ আপনাকেও কবিতাটা পড়ার জন্য..........।
জাজাকাল্লাহ, আপনার সুন্দর মন্তব্যের জন্যে......
মন্তব্য করতে লগইন করুন