লেডিস পার্টি
লিখেছেন লিখেছেন পুস্পগন্ধা ২২ ডিসেম্বর, ২০১৪, ০২:১০:৩৭ দুপুর
আমি টিভি দেখতে বেশ পছন্দ করি কিন্তু হাতে খুব বেশী সময় না পাওয়ার কারণে অত বেশী দেখা হয় না।
টিভি দেখতে পছন্দ করলেও হিন্দি কিংবা বাংলা কোন সিরিয়ালের প্রতি আসক্ত এখনও হইনি, হতে পারে সময় কম পাই তাই , নয়ত মেয়ে হওয়া সত্তেও সিরিয়ালের প্রতি আসক্ত না শুনলে অনেকেই বলতে পারেন ভাব ধরছি বা মিথ্যা বলছি ।
সিরিয়ালের প্রতি আসক্ত না হলেও বিভিন্ন কারণে হিন্দি কিংবা উর্দু বুঝা এবং বলতে পারা দুটো কাজই আয়ত্ত করতে পেরেছি আর সে সুবাদে চ্যানেল ঘুরাতে ঘুরাতে মাঝে মধ্যে যদি স্টার প্লাস চলে আসে তবে দুই মিনিট দেখলেই বুঝা হয়ে যায় গত এক মাস সিরিয়ালটিতে কি দেখানো হয়েছে।
যাহক, আমরা ভাই বোনেরা ঘুরতে খব পছন্দ করি কিন্তু সবাই ব্যস্ত থাকার কারনে খুব একটা যাওয়া হয় না।
গত কয়েক দিন আগে এক শনিবার বিকালে বাড়ির কাছাকাছি একটা চাইনীজ রেস্টুরেন্টে একসাথে তিন ভাই-বোন খেতে গেলাম।
খাবার অর্ডার করে বসে আছি, আমাদের টেবিলের একটু দুরেই একটা পার্টি চলছে যেখানে ত্রিশ- চল্লিশ জন বিভিন্ন বয়সি মহিলা আর কয়েজন বাচ্চা বেশ হৈ হোল্লর করছে, অবাক করা ব্যাপার এই যে ওখানে কোন পুরুষ নেই।
আমি আমার ভাই কে বললাম কি ব্যাপার দেখে মনে হচ্ছে ফ্যামিলি প্রোগ্রাম অথচ কোন পুরুষ মানুষ নেই কেন ?
ওকে এই কথা বলতে বলতে পরক্ষনেই যেটা মনে পড়ল কিছুদিন আগে চ্যানেল পাল্টাতে গিয়ে কোন একটা সিরিয়ালের একটা পার্টি চোখে পড়েছিল যেখানে বিবাহিত এবং অবিবাহিত সব ছেলেরা ব্যাচেলর পার্টির আয়োজন করে এবং ফ্যামিলি থেকে বাচ্চা কাচ্চা থেকে দুরে থেকে ব্যাচেলরিত্তের আনন্দ নিতে চায় আর অন্যদিকে বিবাহিত এবং অবিবাহিত সব মেয়েরা হাসব্যান্ডদের (যাদের হাসব্যান্ড আছে) কাছ থেকে দুরে থেকে নিজেদের মত করে একদিন লেডিস পার্টির আয়োজন করে স্বাধীনতার স্বাদ পেতে চায়।
রেস্টুরেন্টে এই প্রগ্রামটা দেখে আমার তখন মনে হল এটা কি সিরিয়ালের সেই লেডিস পার্টি, যেখানে আজ তারা সবাই তাদের স্বামীদের ছেড়ে নিজেদের মত করে স্বাধীনতার স্বাদ নিতে এসেছে.........!!!!!!!!!!!!!!!!!!!
বিষয়: বিবিধ
১৬৬৯ বার পঠিত, ২৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
০ এইসব সিরিয়াল তো সন্ধ্যার পরে হয় , আর মেয়েদের কোন জব আছে যে বিকাল ৫/৬ টার পর তাদের সবসময়ই থাকতে হয় অফিসের কাজে বাইরে ?
৫/৬ টার পর অফিসের কাজে বাইরে না থাকলেই যে ব্যস্ত থাকে না এটা আপনাকে কে বলেছে? অফিসের কাজ ই কি লাইফের একমাত্র কাজ?
কিন্তু উদ্দেশ্য যদি ওরকম না হয় তাহলে তো...
যাক আল্লাহর দুনিয়াতে ব্যাতিক্রম বলতে একটি কথা আছে। ধন্যবাদ এবং শুভেচ্ছা আপনাকে , আপনি আমার জানামতে পৃথিবীর ৯ম বিস্ময়।
হতে পারে!!!!!!!!!!!!
আসলে কারো বুঝ, কারো তরমুজ.......
তবে আমাদের বাড়ীতে আমার ভাবীরা এবং বোনেরা কেও ই সিরিয়ালের প্রতি আসক্ত না। এখন ওটা আপনার কাছে কত কত নাম্বার আশ্চর্য তা না হয় আপনি ই ঠিক করুন।
তরমুজ, গরমের দিনে খেতে ভালই লাগে ।
শুনছি বিয়ের আগে ব্যাচেলর পার্টি নামের এক জঘন্য সংস্কৃতি এখন চালু হয়েছে!!
হতে পারে !!! কত কিছুই তো এখন হচ্ছে...
হুমম.. ঠিকই বলছেন
আপনাকেও ধন্যবাদ
ধন্যবাদ আপনাকে
হুমম....ঠিকই বলেছেন প্রেসিডেন্ট
আপনাকেও ধন্যবাদ
পরের মুখে শেখা বুলি
পাখির মত কেন বলিস
পরের ভং্গী নকল করে
নটের মত কেন চলিস।
তোর নিজস্ব সর্বাং্গে যা
দিলেন দাতা আপন হাতে
মুছে সেটুক বাজে হলি
গেৌরব কিছু বাড়ল তাতে?
আপনাকে যে ভেংগে চুরে
গড়তে চায় পরের চাচে
অলিক পাখি মেকি সেজন
নামটি তাহার কদিন বাচে?
নিজের বিরুদ্ধে বিদ্রোহে ব্যস্ত বাং্গালী জাতি আজ সে অন্ধকারের দিকে এগুচ্ছে। এসব কান্ডজ্ঞানহীনদের দ্রুত বদলাতে দেখে মনে হয়, এদের কোন অতীত ছিলনা। এরা কোন দাস দাসীর ঘরে জম্ন হওয়া পিতাহীন সন্তান। ছি।
ধন্যবাদ আপনাকে।
ঠিকই বলেছেন, এভাবে কান্ডজ্ঞানহীনের মত দ্রুত বদলানোর আগে অবশ্যই ভাবা উচিত যা অনুসরন করছি তা কতটা অনুসরনীয়।
আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য..।
মন্তব্য করতে লগইন করুন