লেডিস পার্টি

লিখেছেন লিখেছেন পুস্পগন্ধা ২২ ডিসেম্বর, ২০১৪, ০২:১০:৩৭ দুপুর



আমি টিভি দেখতে বেশ পছন্দ করি কিন্তু হাতে খুব বেশী সময় না পাওয়ার কারণে অত বেশী দেখা হয় না।

টিভি দেখতে পছন্দ করলেও হিন্দি কিংবা বাংলা কোন সিরিয়ালের প্রতি আসক্ত এখনও হইনি, হতে পারে সময় কম পাই তাই , নয়ত মেয়ে হওয়া সত্তেও সিরিয়ালের প্রতি আসক্ত না শুনলে অনেকেই বলতে পারেন ভাব ধরছি বা মিথ্যা বলছি ।

সিরিয়ালের প্রতি আসক্ত না হলেও বিভিন্ন কারণে হিন্দি কিংবা উর্দু বুঝা এবং বলতে পারা দুটো কাজই আয়ত্ত করতে পেরেছি আর সে সুবাদে চ্যানেল ঘুরাতে ঘুরাতে মাঝে মধ্যে যদি স্টার প্লাস চলে আসে তবে দুই মিনিট দেখলেই বুঝা হয়ে যায় গত এক মাস সিরিয়ালটিতে কি দেখানো হয়েছে।

যাহক, আমরা ভাই বোনেরা ঘুরতে খব পছন্দ করি কিন্তু সবাই ব্যস্ত থাকার কারনে খুব একটা যাওয়া হয় না।

গত কয়েক দিন আগে এক শনিবার বিকালে বাড়ির কাছাকাছি একটা চাইনীজ রেস্টুরেন্টে একসাথে তিন ভাই-বোন খেতে গেলাম।

খাবার অর্ডার করে বসে আছি, আমাদের টেবিলের একটু দুরেই একটা পার্টি চলছে যেখানে ত্রিশ- চল্লিশ জন বিভিন্ন বয়সি মহিলা আর কয়েজন বাচ্চা বেশ হৈ হোল্লর করছে, অবাক করা ব্যাপার এই যে ওখানে কোন পুরুষ নেই।

আমি আমার ভাই কে বললাম কি ব্যাপার দেখে মনে হচ্ছে ফ্যামিলি প্রোগ্রাম অথচ কোন পুরুষ মানুষ নেই কেন ?

ওকে এই কথা বলতে বলতে পরক্ষনেই যেটা মনে পড়ল কিছুদিন আগে চ্যানেল পাল্টাতে গিয়ে কোন একটা সিরিয়ালের একটা পার্টি চোখে পড়েছিল যেখানে বিবাহিত এবং অবিবাহিত সব ছেলেরা ব্যাচেলর পার্টির আয়োজন করে এবং ফ্যামিলি থেকে বাচ্চা কাচ্চা থেকে দুরে থেকে ব্যাচেলরিত্তের আনন্দ নিতে চায় আর অন্যদিকে বিবাহিত এবং অবিবাহিত সব মেয়েরা হাসব্যান্ডদের (যাদের হাসব্যান্ড আছে) কাছ থেকে দুরে থেকে নিজেদের মত করে একদিন লেডিস পার্টির আয়োজন করে স্বাধীনতার স্বাদ পেতে চায়।

রেস্টুরেন্টে এই প্রগ্রামটা দেখে আমার তখন মনে হল এটা কি সিরিয়ালের সেই লেডিস পার্টি, যেখানে আজ তারা সবাই তাদের স্বামীদের ছেড়ে নিজেদের মত করে স্বাধীনতার স্বাদ নিতে এসেছে.........!!!!!!!!!!!!!!!!!!!

বিষয়: বিবিধ

১৬৬৯ বার পঠিত, ২৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

296429
২২ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:২৬
হতভাগা লিখেছেন :
''হিন্দি কিংবা বাংলা কোন সিরিয়ালের প্রতি আসক্ত এখনও হইনি, হতে পারে সময় কম পাই তাই , নয়ত মেয়ে হওয়া সত্তেও সিরিয়ালের প্রতি আসক্ত না শুনলে অনেকেই বলতে পারেন ভাব ধরছি বা মিথ্যা বলছি ।''



০ এইসব সিরিয়াল তো সন্ধ্যার পরে হয় , আর মেয়েদের কোন জব আছে যে বিকাল ৫/৬ টার পর তাদের সবসময়ই থাকতে হয় অফিসের কাজে বাইরে ?
২২ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৪১
239923
পুস্পগন্ধা লিখেছেন : মন্তব্যের জন্য আপনে অনেক ধন্যবাদ ...Good Luck Good Luck

৫/৬ টার পর অফিসের কাজে বাইরে না থাকলেই যে ব্যস্ত থাকে না এটা আপনাকে কে বলেছে? অফিসের কাজ ই কি লাইফের একমাত্র কাজ?
২২ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:৫৫
239942
হতভাগা লিখেছেন : সন্ধ্যার পর চাকুরিজীবী মেয়েরা অফিস শেষে কি কাজে ব্যস্ত থাকে ?
296432
২২ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৪৬
ভিশু লিখেছেন : হতে পারে। বাজে কিছুর নকলে তো বাঙালি সবার আগে। বউ ছাড়া থাকা মানে স্বাধীনতা কিংবা উহার স্বাদ পাওয়া - তাহলে বউ সাথে থাকা মানে কি পোর্ড়াদ্ধিন্নত্তা?!? Rolling Eyes Surprised Worried
২২ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:৩৪
239955
পুস্পগন্ধা লিখেছেন : কি জানি?
296445
২২ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:৪১
দুষ্টু পোলা লিখেছেন : Love Struck Love Struck Love Struck
২২ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:৩০
239951
পুস্পগন্ধা লিখেছেন : Good Luck Good Luck Good Luck
296453
২২ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:১৭
আফরা লিখেছেন : আসলে জীবনকে যারা যে ভাবে দেখে আমাদের এখানে ও এধরনের প্রগ্রাম হয় ২/৩ মাস পর পর ভাইয়েরা বাচ্চাদের নিয়ে বাসায় থাকে আর সব ভাবীরা কোন এক বাসায় মিলিত হয়ে কোরাআন /হাদীস নিয়ে আলোচনা করে । আর এই স্বামী বাচ্চাদের রেখে আসার উদ্দেশ্য হল স্বাধীনতা নয় যাতে মনোযোগ দিয়ে আলোচনা করতে পারে বা শুনতে পারে । ধন্যবাদ আপু ।
২২ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:৩৩
239954
পুস্পগন্ধা লিখেছেন : আপনার ওখানে যা হচ্ছে অবশ্যই তার উদ্দেশ্য মহৎ......Good Luck Good Luck Good Luck

কিন্তু উদ্দেশ্য যদি ওরকম না হয় তাহলে তো...Worried Worried Worried
296469
২২ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৫:৩২
লজিকাল ভাইছা লিখেছেন : আপু, পৃথিবীর অষ্টম এবং নবম আচার্য কি জানেন ? এবং তাহলঃ ৮) দুটো মেয়ে দীর্ঘক্ষণ একসাথে বসে আছে চুপচাপ !!!! । ৯) কোন মেয়ের সিরিয়ালের প্রতি আসক্তিনেই !!!!
যাক আল্লাহর দুনিয়াতে ব্যাতিক্রম বলতে একটি কথা আছে। ধন্যবাদ এবং শুভেচ্ছা আপনাকে , আপনি আমার জানামতে পৃথিবীর ৯ম বিস্ময়।
Rose Rose Rose Rose
২৩ ডিসেম্বর ২০১৪ সকাল ০৯:৫৮
240110
পুস্পগন্ধা লিখেছেন :
হতে পারে!!!!!!!!!!!!
আসলে কারো বুঝ, কারো তরমুজ.......


তবে আমাদের বাড়ীতে আমার ভাবীরা এবং বোনেরা কেও ই সিরিয়ালের প্রতি আসক্ত না। এখন ওটা আপনার কাছে কত কত নাম্বার আশ্চর্য তা না হয় আপনি ই ঠিক করুন।Good Luck Good Luck Good Luck
২৩ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:৫১
240134
লজিকাল ভাইছা লিখেছেন : আপু Formula অনুসারে কিন্তু উনারাও ৯ম আচার্য !!!!!!!!! হা---হা---হা---
তরমুজ, গরমের দিনে খেতে ভালই লাগে ।
296474
২২ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৫:৫৬
ছালসাবিল লিখেছেন : Love Struck Day Dreaming Day Dreaming Applause Applause
২৩ ডিসেম্বর ২০১৪ সকাল ০৯:৫৯
240111
পুস্পগন্ধা লিখেছেন : Happy Happy Happy
296477
২২ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:০৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : Worried Worried Worried

শুনছি বিয়ের আগে ব্যাচেলর পার্টি নামের এক জঘন্য সংস্কৃতি এখন চালু হয়েছে!!
২৩ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:০০
240112
পুস্পগন্ধা লিখেছেন :

হতে পারে !!! কত কিছুই তো এখন হচ্ছে...Worried Worried Worried
296478
২২ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:০৫
নোমান২৯ লিখেছেন : ধ্বংসের ছুড়ান্ত পর্যায়ে সমাজব্যবস্থা ।ধন্যবাদ ।
২৩ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:০১
240115
পুস্পগন্ধা লিখেছেন :

হুমম.. ঠিকই বলছেন

আপনাকেও ধন্যবাদ
296527
২২ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:৫৮
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : হাহাহহা লেডিস পার্টি! হাসির আরো কত কি আছে পৃথিবীতে!
২৩ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:০৩
240118
পুস্পগন্ধা লিখেছেন : হা হা হা হাসলেই কি চলবে? এর প্রভাবটা যে কি হচ্ছে.........


ধন্যবাদ আপনাকে Good Luck Good Luck Good Luck
২৩ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:২৮
240157
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : আমি কখনো দেখি নাই, আপনি তো দেখলেন, তো আপনি কি করেছেন শোনি? আধুনিক সময়ে মানুষ উপদেশ খুব একটা গ্রহণ করে না।
২৩ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:০০
240179
পুস্পগন্ধা লিখেছেন : এই যে আপনাদের সাথে শেয়ার করলাম!Tongue
১০
296564
২২ ডিসেম্বর ২০১৪ রাত ১১:৫৫
অনেক পথ বাকি লিখেছেন : এই জামানায় আরো কত কি যে দেখতে হবে। Sad আল্লাহ তুমি তাড়াতাড়ি এই জাহান্নাম থেকে তুলে নাও
২৩ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:০৬
240119
পুস্পগন্ধা লিখেছেন : দোয়া করি আল্লাহ তায়াল যেন আমাদের পরিবেশটা ভালো করে দেন এবং যে কোন খারাপ/অকল্যানকর কিছু থেকে আমাদের মুক্ত রাখে্ন
১১
296649
২৩ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:৪১
প্রেসিডেন্ট লিখেছেন : কালে কালে আর কত কি দেখবো? ব্যাচেলর পাট্টি, লেডীস পার্টি। আপনাকে ধন্যবাদ। Rose
২৩ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:৪৫
240141
পুস্পগন্ধা লিখেছেন :
হুমম....ঠিকই বলেছেন প্রেসিডেন্ট

আপনাকেও ধন্যবাদ Good Luck Good Luck Good Luck
১২
298555
০১ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:২৩
প্রবাসী মজুমদার লিখেছেন : আমার বিশ্বাসবোধকে সমসময় রবি ঠাকুরের দেশাত্মবোধ একটি কবিতায় তাড়িয়ে বেড়ায়।
পরের মুখে শেখা বুলি
পাখির মত কেন বলিস
পরের ভং্গী নকল করে
নটের মত কেন চলিস।
তোর নিজস্ব সর্বাং্গে যা
দিলেন দাতা আপন হাতে
মুছে সেটুক বাজে হলি
গেৌরব কিছু বাড়ল তাতে?
আপনাকে যে ভেংগে চুরে
গড়তে চায় পরের চাচে
অলিক পাখি মেকি সেজন
নামটি তাহার কদিন বাচে?

নিজের বিরুদ্ধে বিদ্রোহে ব্যস্ত বাং্গালী জাতি আজ সে অন্ধকারের দিকে এগুচ্ছে। এসব কান্ডজ্ঞানহীনদের দ্রুত বদলাতে দেখে মনে হয়, এদের কোন অতীত ছিলনা। এরা কোন দাস দাসীর ঘরে জম্ন হওয়া পিতাহীন সন্তান। ছি।

ধন্যবাদ আপনাকে।
০১ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:৪৯
241693
পুস্পগন্ধা লিখেছেন :
ঠিকই বলেছেন, এভাবে কান্ডজ্ঞানহীনের মত দ্রুত বদলানোর আগে অবশ্যই ভাবা উচিত যা অনুসরন করছি তা কতটা অনুসরনীয়।

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য..।Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File