অনিশ্চিতে নিশ্চয়তা.....
লিখেছেন লিখেছেন পুস্পগন্ধা ০৫ জানুয়ারি, ২০১৫, ১০:৪১:১৩ সকাল
যদি আর কখনও আমরা দুজন এ পথে নাহি আসি
জেনে নিও সখা, জানিও তুমি, তোমায় ভালোবাসি।
যদি আর কখনও আমরা দুজন দুজনারে নাহি দেখি
জেনে নিও সখা, জানিও তুমি, তোমাকেই খুঁজি।
যদি আর কখনও আমরা দুজন কাছে নাহি আসি
জেনে নিও সখা, জানিও তুমি, সপ্ন না হয় বাসী।
যদি আর কখনও আমরা দুজন, নাহি গাহি এই গান
জেনে নিও সখা, জানিও তুমি, কাঁদিবে আমার প্রাণ।
যদি আর কখনও আমরা দুজন পথ খুঁজে নাহি পাই
জেনে নিও সখা, জানিও তুমি, কোথাও নাহি ঠাঁই।
যদি আর কখনও আমরা দুজন এক হতে নাহি পাড়ি
জেনে নিও সখা, জানিও তুমি, প্রাণ যাবে দেহ ছাড়ি..................
বিষয়: বিবিধ
১৪১০ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সমস্যা নেই , জামাইকে সবসময়ই অস্থির করে রাখবেন আর প্রেমিকের সাথে আলাপ চালিয়ে যাবেন ।
বাহ ! ভালো বুদ্ধি দিলেন তো!
ভাই আপনার কমেন্ট পড়ে মনে হয় আপনি ভালই ভুক্তভোগী!!!!!!!!!!!!!! আপনার জন্য সমবেদনা রইল
হা হা হা দারুন তো....... কত মজায় আছেন তাইনা ??????????
মজাই মজা ।
ভাই এবার আর হাসতে পাড়লাম না, আপনার কস্টে শুধু সমবেদনা জানালাম, আলাহ তায়ালা আপনার কস্ট দুর করুন.....
অনেক ধন্যবাদ কবিতাটা পড়ার জন্য এবং মন্তব্যের ছোয়ায় আবেশীত করার জন্য..
প্রেমের কাব্যিকতা বিষাদময় অনুভূতিই সৃষ্টি করে! যথা সম্ভব দূরেই থাকি এ সব থেকে!
কিন্তু আপনার নান্দনিক ছন্দবাধ্য করল পঠনে!
সুন্দর হয়েছে!অনেক অনেক শুভ কামনা!!
হুমম, প্রেম আর বিষাদ হয়তবা সবসময় ই পাশাপাশি থাকে আর তাইতো প্রেম প্রিয়/প্রেয়সীর মাদকতায়/মুগ্ধতায়, প্রিয়/প্রেয়সীর মনদহনে/মনকস্টে একাকার হয়ে থাকে!!!!!!!
আপনাকেও অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক শুভ কামনা
জেনে নিও সখা, জানিও তুমি, কাঁদিবে আমার প্রাণ।
---
---
-সত্যিকারের সম্প্রীতি ভোলা বড় দায়। আপনার জন্য শুভ কামনা রইল
মজুমদার ভাই আপনার এত সুন্দর, অনুপ্রেরনা দানকারী মন্তব্যের উত্তর কিভাবে দিব বুঝতেছি না, তাই ধন্যবাদ জানিয়েই দিচ্ছি..... ধন্যবাদ
তাই নাকি মামুন ভাই ? দোয়া করি আপনার সাথে যেন এমন কিছু না হয়.....
মন্তব্য করতে লগইন করুন