পদার্পণ.................(পর্ব ১)

লিখেছেন লিখেছেন পুস্পগন্ধা ০২ ডিসেম্বর, ২০১৪, ০৪:৫৫:৫৭ বিকাল

পরিচিত ভুবন টা হঠাত করে অপরিচিত মনে হতে শুরু করছে মারিয়ার।

মারিয়ারা দুই বোন, ফারিয়া আর মারিয়া।

ফারিয়া বড় দুই বছরের, দুই বোন একসাথে পারি দিয়েছে জীবনের অনেকটা পথ একসাথে। শৈশব, কৈশোর, যৌবন এর অনেক টা পথ পাড়ি দিয়েছে।

এক সাথে ঘুরেছে, খেয়েছে, একই স্কুলে পড়েছে, একই কলেজে পড়ছে সর্বশেষ একই বিশ্ববিদ্যালয়ে পড়েছে ।

সখে দুঃখে , আনন্দে বেদনায় , হাসি কান্নায় একে অপরের ছিল খুব কাছের মানুষ ।

কোথাও গেলেও এক সাথেই যেত দুই বোন । সবাই বলতো ওদের কোন বান্ধবীর দরকার নেই ওরা নিজেরাই একে অপরের বান্ধবী।

তিন মাস হল ফারিয়ার বিয়ে হয়েছে, এখন মারিয়া পাত্রী ।

এই কয়েক দিনেই মারিয়া কে তার নিজের কাছে অনেক বড় মনে হতে লাগলো।

বাড়িতে এখন প্রায় ই তার বিয়ের কথা হয়, খুব অসস্তিতে পরে গেল মারিয়া, যে কিনা এতদিন বড় বোন কে বিয়ের জন্য খোচাখুচী করতো এখন তার ই বিয়ের কথা হচ্ছে, তাকে এখন সবাই বিয়ের কথা জিজ্ঞেস করে, তার মতামত জানতে চায় ।

মারিয়া যখন বাড়ির উঠানে হাটে তখন তার মনে হয়, আর মাত্র কয়েকটা দিন তারপর এই উঠানে আমি আর চাইলেও হাটতে পারব না ,

যখন বিছানায় শুয়ে থাকে তখন তার মনে হয়, আমি চাইলেই আর এই বিছানায় আমার মত করে যখন তখন শুতে পারব না , যখন মায়ে র সাথে বসে গল্প করে তখন মনে হয় এরকম করে কি আর পারব …........., এসব ভাবলেই মারিয়ার ভিতর টা হু হু করে উঠে।

এ সব কিছে মিলে মারিয়ার কাছে আর তার কোন কিছই আপন মনে হয় না , ভাবে এই সব কিছু যদি ছেড়ে চলেই যেতে হয় তাহলে আমার নিজের আসলে কি আছে ।

এই সব বেপার মারিয়াকে এমন করে আচ্ছন্ন করে ফেলেছে যে ওর কাছে আর কিছুই ভাল লাগে না।

অস্থির একটা সময় পার করছে মারিয়া, সব সম্পর্ক গুলি কেমন ফরমাল মনে হচ্ছে, কারো সাথে কথা বলতে গেলেও কেমন uneasy ফীল

করছে, পরিচিত মানুষ গুলিকে মনে হচ্ছে সদ্য পরিচিত।

এভাবে যখন দিন গুলি কেটে যাচ্ছিল তখন তার ই ডিপার্টমেন্ট এর এক বড় ভাই হাসিব কে নতুন করে আবিস্কার করল মারিয়া ।

….........চলবে

বিষয়: বিবিধ

১৪০৩ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

290607
০২ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৫:১০
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : বিয়ের কথা শুনলে মেয়েদের মনে দুঃখকষ্টগুলো বড় মনে হয় কিন্তু ছেলেদের মনে আনন্দ বিরাজ করে। ফারিয়ার তো বিয়ে হয়ে গেলো দেখি মারিয়ার ঘটনা কোনদিকে মোড় নেয়। তবে শেষে যা মনে হলো তাতে তো প্রেমের দিকে গড়ায় কিনা সন্দেহ জাগতেছে মনে। Love Struck Love Struck Thinking Thinking যাহাই ঘটুক অপেক্ষায় থাকলাম Day Dreaming Day Dreaming
০৩ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:৫৩
234492
পুস্পগন্ধা লিখেছেন : ধন্যবাদ.
290613
০২ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৫:৪০
অনেক পথ বাকি লিখেছেন : বিয়া করবার মুন চাইতেছে। Crying Crying Crying আমি মারিয়ারে বিয়া করমু। Crying Crying Crying
০৩ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:৫৪
234493
পুস্পগন্ধা লিখেছেন : Waiting Waiting Waiting
290694
০২ ডিসেম্বর ২০১৪ রাত ১০:৩২
আফরা লিখেছেন : সত্যি কি তাই বিয়ের পর বাবার বাড়ি ও পর হয়ে যায় !
০৩ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:৫৫
234494
পুস্পগন্ধা লিখেছেন : মারিয়ার কাছে তো তাই মনে হছে.
290837
০৩ ডিসেম্বর ২০১৪ সকাল ০৫:৫৯
কাহাফ লিখেছেন :

ভাল লাগার অনুভূতি ছড়িয়ে পরবর্তি পর্বের অপেক্ষায় রইলাম........ MOney Eyes MOney Eyes MOney Eyes
০৩ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:৫৬
234495
পুস্পগন্ধা লিখেছেন : ধন্যবাদ...<:-P <:-P <:-P
290955
০৩ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:৩২
ভিশু লিখেছেন : ভালো...Happy Good Luck
০৩ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:০৩
234585
পুস্পগন্ধা লিখেছেন : ধন্যবাদ ভাই Happy Happy Happy
293172
১০ ডিসেম্বর ২০১৪ রাত ১১:২১
লজিকাল ভাইছা লিখেছেন : আহ!! মনে পড়েগেল প্রিয় শিল্পী নকুল কুমার বিশ্বাসের একটি গানঃ
বাবার বাড়ি এই প্রামে, শ্বশুর বাড়ি ঐ ।

তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই??
১১ ডিসেম্বর ২০১৪ সকাল ০৯:৪৫
236914
পুস্পগন্ধা লিখেছেন :

হুমম.....!
তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই??
293175
১০ ডিসেম্বর ২০১৪ রাত ১১:২৭
লজিকাল ভাইছা লিখেছেন :

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File