সেকালের মেয়েরা!!!

লিখেছেন লিখেছেন মোঃ মাকছুদুর রহমান ০৮ জুলাই, ২০১৫, ০৪:৩১:০৫ বিকাল

★ সেকালের মেয়েরা নিজেদের

বিবাহের

কথা শুনিলে পাশের

ঘরে গিয়ে লুকাইতো।

অনেক সময়

আশে পাশের মামা-চাচার

বাড়িতে পলায়ন

করিতো লজ্জায়। একালের

মেয়েরা নিজের

পাত্র

নিজেই খুঁজে এনে বলে,

“বাবা,আমি মফিজকে ছাড়া বিয়েই

করবো না।পারলে ঠেকাও...”

★সেকালে ঘরে মেহমান

আসিয়া সবার

আগে বলিতো,

“কাকু-খালাম্মা কেমন

আছেন??”। আর একালে আসিয়া বলে, “

অ্যান্টি,ঘরে চিকন পিনের চার্জার

আছে না?”"

★সেকালে বাজি লাগতো একজনের

বাড়িতে আরেকজনের দাওয়াত।

একালে ডিরেক্ট 'বউ'

বাজি ধরে"!!!

★সেকালে দুই/চার- দশ গ্রামের

মধ্যে কেউ ম্যাট্রিক পাশ

দিলে পুরা দুনিয়া ছুঁইটা আসতো তারে

দেখার

জন্যে।

একালে নামের পিছনে A to Z পর্যন্ত সব

ডিগ্রি লাগাইয়া ঘুরলেও, কেউ

ফিরেও

তাকায় না।

★সেকালে “বন্ধু”

বলিয়া ডাকা হইতো।

একালে তাহা “মামা”

হইয়া গিয়াছে !!

**

★সেকালে প্রশ্ন ফাস

হলে পরিক্ষা বাতিল

হইতো !!এ

কালে ফাস করা প্রশ্ন সকল

পরীক্ষার্থীর

কাছে না পৌছলে পরিক্ষা বাতিল

হয় !!

★সেকালে নারায়ণগঞ্জ নিছক

একটা যায়গার

নাম ছিল !!

এ কালে নারায়ণগঞ্জ কবরস্থানের নাম

হইয়া গেছে !!

★সেকালে মানুষে ১০

টাকা পাইলে হোটেলে গিয়া জিলাপি

খাইতো,

একালে ১০ টাকা পাইলে এমবি(MB)

কিনে।।

★সেকালে মেয়ের বাবা-

মারা বলতো,"একটু

ভালো জামা কাপর

পরে বাহিরে যাইস"।

একালে বলে,"কিছু

একটা পরে বাহিরে যা মা..."

(অবশ্যই সকল আপু এরকম না,তবে অধিকাংশ আপুর বাস্তবতা এরকম! সো ভালো আপুদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি!)

বিষয়: বিবিধ

১২১৩ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

329194
০৮ জুলাই ২০১৫ রাত ০৮:১১
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : মজার ব্যাপারতো চিন্তায় এলো কেমনে?
329203
০৮ জুলাই ২০১৫ রাত ০৮:৩৫
এ,এস,ওসমান লিখেছেন : দারুণ বলেছেন ভাই
329224
০৮ জুলাই ২০১৫ রাত ১০:৩৭
আফরা লিখেছেন : সেকাল তো আর ফিরে আসবে না সামনে কোন কাল আসে তার অপেক্ষা করেন ।
329240
০৮ জুলাই ২০১৫ রাত ১১:৩৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
সেকালে পাড়ার মোড়ে স্মৃতিচর্চা হইত। একালে ব্লগে স্মৃতি চর্চা হয়।
329298
০৯ জুলাই ২০১৫ দুপুর ১২:২০
পুস্পগন্ধা লিখেছেন :
একাল যখন সেকাল হবে তখনকার চিত্রটা কি হতে পারে? পরবর্তি পোস্টটা তার উপর হবে.......।
329301
০৯ জুলাই ২০১৫ দুপুর ১২:৫২
হতভাগা লিখেছেন : একালের মেয়েরা নিজের পাত্র নিজেই খুঁজে এনে বলে,“বাবা,এই যে তোমার জামাই - ইয়ো ইয়ো কিডস্ । দেখতে সুন্দর না !!‌''


এ কালে নারায়ণগঞ্জ নাম গুমরাজ্য হইয়া গেছে !!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File