বিজয় মোদের সূনিশ্চিত!
লিখেছেন লিখেছেন মোঃ মাকছুদুর রহমান ০৫ জুন, ২০১৭, ১০:০৭:২৯ সকাল
যশোর পবিত্র রমজান উপলক্ষে কোরআন শিক্ষার আসর হতে ৩৭ জন নারী গ্রেপ্তার,
গ্রেপ্তার কৃতদের মধ্যে ২টি বাচ্চা শিশুও আছে।
অভিযোগ,এরা জামায়াত ইসলামি মহিলা বিভাগের সদস্য,তাই তারা নাকি নাশকতার পরিকল্পনা করছে!
আসছে কোরআন শিখতে,রাষ্ট্র বলছে সেটা নাশকতা(!),কি অদ্ভুত উন্মাদ আমাদের প্রশাসন।
কেউ হয়তো প্রশ্ন করবেনা যে,কোলের শিশু নিয়ে আবার নাশকতা করে কিভাবে?!
কিংবা দেশের ২/১টা সন্ত্রাসী কর্মকান্ডে কি জামায়াতের কোনো মহিলা সদস্যদের কোনো সংশ্লিষ্টতা পাওয়া গেছে??
মানবতার মুখোশ ধারিদের মুখে আজ ওদের জন্য বিন্দু মাত্রা মানবিতার বাণী উত্রাবেনা,কারন তারা দুনিয়াবি কোনো প্রগতিশীল নয়,বরং আল্লাহ্রর আনুগত্যশীল!
নিরাপরাধ নারী-শিশুদের উপর অসভ্য জানোয়ারদের সহিংস আচরণ দেখতে এখন আর ফিলিস্তিনি,কাশ্মীর কিংবা সিরিয়া প্রয়োজন হয় না,এসব নির্মম দৃশ্য দেখা যায় আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে!
বলবো না আজ, তাদের মুক্তি দেও!
বলবো না আজ,তাদের উপর জেল জুলুমের স্টিম রোলার বন্ধ করে দেও!!
আজ বলবো না,বিজয়লগ্নে তাদেরকে এই অগ্নিপরীক্ষায় থেকে তাদের ফিরিয়ে দেও!!!
ত্যাগ যেখানে অনস্বীকার্য,বিজয় সেখানে অনিবার্য!
তোদের এসব জেল জুলুম, ষড়যন্ত্র ইসলামের আবির্ভাব, ইসলামের বিস্তৃর্নতা,ইসলামের দিগবিজয়ী জয়জয়কার থামাতে পারবেনা ইনশাআল্লাহ!
জয় হোক সত্যের,মুক্তি হোক সত্যান্বেষীদের!
লেখকঃসুমাইয়া ইয়াসমিন বন্যা
বিষয়: বিবিধ
১১১২ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন