বিশ্ব বাবা দিবস

লিখেছেন লিখেছেন মোঃ মাকছুদুর রহমান ১৭ জুন, ২০১৮, ০৩:০৪:২০ দুপুর

"ফসলের জমিনে সারাদিন কাজ করে শেষবিকেলে সন্তানের মুখের দিকে তাকিয়ে মলিন মুখে হাসিফুটানো লোকটি বাবা"

" গত ১বছরে হাতের ঘড়িটা মেইকারের দোকানে ৫বার নিলেও নতুন একটা ঘড়ি না কেনা লোকটিই কিন্তু বাবা।"

" সেলাই ছুটে যাওয়া পুরোনো প্যান্টটা দর্জির কাছে নিয়ে রিপু করে আবারো নতুনের মত করে পরা লোকটিই কিন্তু বাবা।"

"সারাজীবন চাকরি করে সন্তানদের নতুন পোশাক পরালেও নিজে পুরোনো গুলো পরা লোকটিই কিন্তু বাবা।"

"চাকরির পেনশনের টাকা গুলো দিয়ে সুচিকিৎসা না নিয়ে সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎতের জন্য টাকা গুলো জমিয়ে রাখা লোকটি কিন্তু বাবা"

অপ্রকাশিত এরকম অসংখ্য বাবাদের গল্প লুকিয়ে আছে আমার আর আপনার ঘর জুড়ে!

বাবাদের শর্ট পুরোনো হয়না কখনো, সানগ্লাসটা ঝাপসা হলেও সেটা ফেলে দেয়না, বুকের বিতর প্রচণ্ড ব্যথা অনুভূত হলেও একটা গ্যাস্ট্রিকের ঔষধের সাথে শান্তনার একগ্লাস পানি খেয়ে শুয়ে পড়ে কিন্তু বাবারাই!

বাবাদের এরকম নির্মমত আত্মত্যাগের ফলেই আমি আর আপনি আজ নিজ অস্থায় দাঁড়াতে পেরেছি!

আজ ১৭ই জুন, বিশ্ব বাবা দিবস"।

পৃথিবীর সকল বাবা জেনো বৃদ্ধাশ্রম নামক বন্দিশালা থেকে মুক্তি পেয়ে জীবনের শেষ সময়টুকু প্রিয় সন্তানদের পাশে থেকে কাটাতে পারে,সেটাই কাম্য!

বিষয়: বিবিধ

১০৪৯ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

385554
১৭ জুন ২০১৮ রাত ০৮:৪২
হতভাগা লিখেছেন : এত কিছুর পরেও বাবার জন্য কোন পদক নেই
১৮ জুন ২০১৮ সকাল ১১:৫৯
317785
মোঃ মাকছুদুর রহমান লিখেছেন : পদকে কিছু মেটার করেনা,চাই শ্রদ্ধা, ভালোবাসা ও নূন্যতম অধিকার।
385557
১৮ জুন ২০১৮ সকাল ০৮:১৬
কুয়েত থেকে লিখেছেন : ভালো লাগলো লেখাটি বাবাকে নিয়ে আরো লেখা চাই মা বাবা দুজনেই আল্লাহর নিয়ামত যাদের দেনা কোন দিন শোধ করা যায় না। আপনাকে ধন্যবাদ
১৮ জুন ২০১৮ দুপুর ১২:০০
317786
মোঃ মাকছুদুর রহমান লিখেছেন : আপনার প্রতিটা মন্তব্যেই অনুপ্রেরণা থাকে, কৃতজ্ঞতা প্রকাশ করছি।
385562
১৯ জুন ২০১৮ রাত ১২:০৭
আব্দুল গাফফার লিখেছেন : জাজাকাল্লাহ মুহতারাম বাবাকে নিয়ে এত সুন্দর একটি লেখা উপহার দেবার জন্য ।
বাবা আমার লক্ষি বাবা
বাবা আমার ভুবন
বাবা হীন কে আছে
ভাবতে পারি আপন !
চার অক্ষরে বাবা ডাকি
কি যে সুখ মিলে !
বিষণ্ণতায় ছেয়ে যায়
বাবা আড়াল হলে !
আমি যখন ছোট্ট খুব
সেই থেকে আজ !
ক্লান্থীন বাবার নেই
তবুও কোন বিষাদ !
হাস্যজ্জল মলিন মুখে
নেই আগের মত রূপ
আনন্দ আল্লাত ভুলে গিয়ে
খুঁজেন মোদের সুখ !
বাবার বড় স্বপ্ন ছিল
আমায় নিয়ে খুব
কুরআন শিখে জীবন গড়ি
রইবে না আর দুঃখ !
মাদ্রাসায় ঘুরে ঘুরে
হয়নি জানা লেশ
বিস্ময় বাবা এখন
কুরআনের হাফেজ !
এমন বাবা এধরায়
কয়জনের জুটে !
বাবা আমার প্রেরণা
দুঃখে ও সুখে ।
২৪ জুন ২০১৮ দুপুর ০২:৪৬
317809
মোঃ মাকছুদুর রহমান লিখেছেন : আপনার কবিতাটি ছিলো অসাধারণ!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File