হেফাজতের উত্থান আর আমারর ভাবনা!
লিখেছেন লিখেছেন মোঃ মাকছুদুর রহমান ০৫ মে, ২০১৭, ০৯:০৮:০৪ রাত
হেফাজতের উত্থানে সার্টিফিকেট অর্জিত হলেও হারিয়ে গেছে দিগন্ত আর ইসলামিক টেলিভিশন!
যেদিন, হেফাজতের বিরুদ্ধে অপপ্রচারে একযোগে মেতে ছিলো দেশের বামধারার সকল মিডিয়া।
সেদিন বাতিলের সকল প্রকার হুমকি দমকিকে উপেক্ষা করে জীবন ভাজি রেখে হেফাজতের পক্ষে হয়ে,সৎ সাহসী সাংবাদিকতার বলিষ্ঠ ভূমিকা রেখেছি দিগন্ত মিডিয়া কর্পোরেশন।
সেই দিনের দিবাগত রাতে শকুনের হিংস্র থাবায় নিঃস্ব হয়ে পড়ে দেশের জনপ্রিয় ২টি চ্যানেল দিগন্ত আর ইসলামিক টেলিভিশন।
সাময়িক বন্ধের নামে দীর্ঘ ৪ বছর আজও চ্যানেল ২টি বন্ধ।
সময় পালটায়,পালটায় পরিবেশ,তার সাথে পালটায় মানুষের নীতি আর নৈতিকতা!
সরকার আর হেফাজত অন্তরঙ্গ হয়ে বসে নানা ইস্যুতে,কথা হয় সার্টিফিকেট আদায় সহ নানান বিষয় নিয়ে।
বলা হয়না কেবল ভুক্তভোগী চ্যানেল আর সংশ্লিষ্টদের পরিবারের কথা।
হেফাজত,
কয়টা প্রতিবাদ করেছে চ্যানেল গুলোর জন্য?
কয়টা দাবি জানিয়েছে চ্যানেল গুলো খুলে দেওয়ার জন্য?
কয়টা কর্মসুচি দিয়েছে চাকরি হারানো সাংবাদিকদের চাকরি ফিরে পাওয়ার জন্য?
জানিনা আবার, কখন কে আমাকে আবার মুনাফেক বলে ফতোয়া দেয়!
খুব জানতে ইচ্ছে করে,হেফাজতের এই নিরবতার পিছনে কি হিকমত রয়েছে,নাকি রয়েছে লোভ!
বিষয়: বিবিধ
১১৫৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শাহবাগকে কাজে লাগিয়ে ০৫.০১.২০১৪ পার হওয়া গেছে । ০৫.০১.২০১৯ পার হতে গেলে শফি-নাগরিদের সামনে আনা হবে ।
বাংলাদেশের রাজনীতিতে শেষ বলে কিছু নেই । বাবার খুনী বলে চিন্হিত এরশাদ কাকুকে তারেকই মামলা খাল্লাস করিয়ে দলে জোটাতে গিয়ে ''মামু'' বনে গেছে।
মন্তব্য করতে লগইন করুন