পরস্ত্রীর সাথে প্রেম!
লিখেছেন লিখেছেন মোঃ মাকছুদুর রহমান ০৯ মে, ২০১৮, ০১:৩৩:৩৬ রাত
ঘাবড়াবেন না প্লিজ!!!
ফেসবুকে একটা আপুর সাথে বেশ কয়েক বছর থেকেই পরিচেয়। বয়সে আমার অনেক বড়, প্লাস শি ইজ এ মেরিড পার্সন!
উনার ছোট এক ছেলে আর এক মেয়ের সংসার।
মেয়েটা বড়,এইবার এস এস সি দিয়েছে,রেজাল্ট করছে প্রত্যাশিত!
পরশু যখন এস এস সি'র রেজাল্ট আসলো, উনি নিজ থেকেই কল দিয়ে উচ্চাসীত কন্ঠে মেয়ের সাফল্য গাঁথা রেজাল্টের কথা জানালো।
মজাকরে শান্তশিষ্ট হয়ে বললাম, "তো মিষ্টি খাবো কখন?"
উনি হাসি মোড়ানো কন্ঠে বললেন, "আরে খাবে খাবে,অবশ্যই খাবে।"
ব্যস্ততা থাকার ফলে বললাম, "পরে কল দিচ্ছি, মিষ্টি পাঠান"
উনি হেসে বলেন,"অবশ্যই!"
লাইন টা কেটে দিয়ে নেটে একটা কাজ করতে লাগলাম.........
রাত ৯টা, মোবাইলে একটা মেসেজ আসছে, বিরক্তিভঙ্গিতে মেসেজটা খুলে দেখি বিকাশে কিছু সম্মান সূচক এমাউন্টের কিছু টাকা!
বুঝতে বাকি রইলোনা, এটা কে পাঠিয়েছেন।
তবুও ফোন করে জানতে চাইলে আপুটা নিজ থেকেই বলে দিলো, "তোমার ভাগ্নি ভালো রেজাল্ট করছে,মামা হিসেবে তুমি এটা দিয়ে কিছু খেয়ে নিও, আগে বলিনি কারন তুমি না করবে, সুতরাং এই বিষয় নিয়ে কিছু শুনিয়ে আমার মনে কষ্ট দিওনা।" লাইনটা কেটে, ইনবক্সে গিয়ে টাকা গুলোর এমাউন্টের দিকে তাকি ভাবলাম; এগুলো আসলেই কি টাকা? না,আমার কাছে টাকা মনে হয়নি! আমার কাছে মনে হয়েছে এগুলো আস্তো আন্তরিকতা, পরম শ্রদ্ধা আর বিশ্বাসের ভালোবাসা
টাকা গুলো আমার নাহয় কয়েকদিনের খরচ যোগাবে,আর বেশি কিছুনা। তবে এই টাকার মধ্যে যে লুকিয়ে আছে অফুরন্ত মায়া,মমতা আর প্রিয় কাউকে দেওয়া তৃপ্তিকর সুখ, সেটা আমার বহুজনমের অর্জনের চেয়েও বেশি কিছু!
আপুর স্বামী, ভাইয়াকে কল দিয়েছি, কল রিসিভ করে আমাক বলে; "আপুর নামে বিচার দিবে নাকি? কার কাছে দিবে? তোমার আপুকে তো এরকম অপরাধ করতে আমিই বলেছি, তো কেমন আছো?" মূল কথা ছেড়ে ভালোর কথা বললাম।
অন্যপ্রশংগে কথা বলে লাইন কাটলাম।
দীর্ঘ ভাবনায় নিজেকে হারি ফেললাম ভালোবাসার অসীম অন্তরায়।
মনে হলো, বহুদূরের কোনো এক পরিবার থেকে এই অকৃত্রিম ভালোবাসা পেয়ে পৃথিবীর সবচেয়ে সুখি মানুষটি এখন আমিই!
কি করা যায়..................?
একটা কথা মাথায় আসলো, টাকা গুলোর কিছু অংশ দিয়ে ভালো কিছু বই, কিছু সামগ্রী পাঠিয়ে দিবো ভাগ্নেটার জন্য,কেমন হবে? নিঃসন্দেহ অনেক অনেক দারুণ হবে!
স্বল্প আয়োজনে অসাধারণ ভালোসার বহিঃপ্রকাশ ঘটবে!
আমার কাছে মনে হলো, এটাই হচ্ছে ভালোবাসার আদানপ্রদান, এটাই হচ্ছে প্রিয় কারও জন্য বুনতে থাকা দীর্ঘ স্বপ্ন বাস্তবায়নের সামান্য হাতছানি!
এটাই হচ্ছে ভালোবাসা নামক শব্দটির বাস্তবিক রুপ!
কথিত প্রেম নিবেদক করে, ১ দিন দেখাদেখি, ২য় দিন চুমোচুমি আর ৩য় দিন বিচানায় শুয়ে যাওয়া কখনো ভালোবাসা নয়।
অন্যের স্ত্রীর সাথে বন্ধুত্ব করার নাম করে তার সাথে বিকৃতি চাহিদা মেটানো কোনো প্রেম নয়।আজকের প্রেমের প্রধান স্বার্থকথায় জেনো বিকৃতি যৌনানুভূতি! আজকাল যেগুলো চলে, সেগুলো হচ্ছে যৌনপ্রেমানুভূতি, যেখানে প্রকৃতি ভালোবাসা অনুপস্থিত!
মামুষ হয়ে মানুষের জন্য থাকবে শ্রদ্ধা, ভালোবাসা আর মমত্ববোধ।
এটাই প্রকৃত নিয়ম! এটাই বাস্তবিক বাঞ্ছনীয়!! এটাই হওয়া চাই কাম্য!!!
বিষয়: বিবিধ
১৩০২ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এটাই প্রকৃত নিয়ম! এটাই বাস্তবিক বাঞ্ছনীয়!! এটাই হওয়া চাই কাম্য!!!
ভাল লাগল, ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন