নানান মানুষ নানান পথ,দেশ বাঁচাতে ঐক্যমত!

লিখেছেন লিখেছেন মোঃ মাকছুদুর রহমান ২৬ মার্চ, ২০১৭, ০১:২১:১৭ দুপুর

গত কয়েক বছর থেকে দেশ জঙ্গিবাদের এক ভয়াবহ থাবায় পতিত হয়েছে!

তাদের সেই হিংস্র থাবা থেকে বাদ যায়নি

লেখক,বুদ্ধিজীবী, সাহিত্যিক, মসজিদের ইমাম এমনকি মোয়াজ্জিন!

প্রথম প্রথম জঙ্গিবাদের উত্থানে সরকার নিজের দায়বদ্ধতাকে অস্বীকার করে এক চেটিয়া কেবল বিরোধী দল তথা বিএনপি জামায়াত কে দোষারোপ করতো।

আর বিরোধী দল স্রেফ এগুলো কে সরকারের সাজানো নাটক বলে অবহিত করতো।

আমি আজ সেইই বিশ্লেষণে যাবো না যে,এখানে কার বক্তব্য কতোটুক সত্য!

বিশ্বব্যাপী আইএস জঙ্গিদের নিয়ে অনেক বিতর্ক চলমান।

কারা তাদের পৃষ্ঠপোষক?কারা তাদের সহযোগী, কাদের নীলনকশা বাস্তবায়নে বিশ্বমঞ্জে তাদের এই নাটক?ইত্যাদি ইত্যাদি।

কিন্তু স্রেফ একথা সত্য যে,আইএস এর উত্থানে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে মুসলিম বিশ্ব!

এই আইএস কে কেন্দ্র করে,সিরীয়া,ইরাক ধ্বংস হয়ে আরও কিছু দেশ ধ্বংসের কাছাকাছি এগোচ্ছে,তন্মমদ্ধে একটি হলো, আমার সোনার এই বাংলাদেশ!

আপনি ব্যক্তিগতভাবে আমার বিরোধী মত কিংবা পথের লোকে হতে পারেন,কিন্তু মাতৃভুমি আর দেশাত্মবোধক প্রশ্নে আপনি আমার অতি প্রিয়জন, কিংবা আমিও আপনার!

গতকিছু দিন থেকে ঢাকা এবং সিলেট সহ বেশ কিছু জায়গায় আইএস

নাম ব্যবহার করে সন্ত্রাসী হামলা চালাচ্ছে কিছু দূষ্কৃতিকারি লোক,তারা যেই এজেন্টা নিয়ে এসব সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে,যদি তারা সফল হয়,তবে এদেশে আওয়ামীলীগ, বিএনপি,জামায়াত, জাতীয় পার্টি ইত্যাদি কারও জন্যই বিষয়টি সুখকর নয়!

আমরা দেখছি,সিরীয়া, ইরাক, আফগানিস্তানেরর কি অবস্থা হয়েছে।

সুতরাং, দল মত নির্বিশেষ আজ এদেশের ১৮ কোটি জনতাকে এক কাতারে দাঁড়াতে হবে!

আমরা ইংরেজদের যেভাবে তাড়া করেছি,যেভাবে মাতৃভাষাকে ছিনিয়ে এনেছি,আর যেভাবে স্বাধীন সার্বভৌমত্ব অর্জন করেছি।

আজ আমাদের আবারো সেরকম আরেকটি বিজয় দরকার,আরেকটি সংগ্রাম দরকার, দরকার আরেকটি শপথঃ

"নানান মানুষ নানান পথ,দেশ বাঁচাতে ঐক্যমত্য।"

বিষয়: বিবিধ

১১২১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File