মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উখিয়া বয়ানুল কুরআন মাদ্রাসার বর্ণাঢ্য র‌্যালী

লিখেছেন লিখেছেন মোহাম্মদ কাশেম মরিচ্যা ২৬ মার্চ, ২০১৭, ০৪:০৬:৪০ বিকাল

আজ ২৬শে মার্চ,

১৯৭১ সালের এইদিনে পাকিস্তানীদের বিরুদ্ধে স্বাধীনতার ডাক দেওয়া হয়।

মহান স্বাধীনতা দিবসে। কক্সবাজার জেলা,উখিয়া উপজেলা,দ্বীনি শিক্ষা প্রতিষ্টান,হলদিয়া পালং,গোরামিয়া চৌং ষ্টেশন,(বয়ানুল কুরআন নুরানি মাদ্রাসার)

পক্ষ থেকে

স্বাধীনতা দিবসের জন্য প্রাণডালা শুভেচ্ছা,মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বয়ানুল কুরআন নুরানি মাদ্রাসা।রাষ্টীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ রোববার সকালে ,বর্ণাঢ্য র‌্যালী বের করে ,র‌্যালীটি আরকান মহাসড়কের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। র‌্যালীটিতে নেতৃত্ব দেন,বয়ানুল কুরআন মাদ্রাসার সম্মানিত প্রতিষ্টতা পরিচালক,হযরত মাওলানা রেজাউল করিম সাহেব।সভাপতিত্ব করেন।আওয়ামিলীগ নেতা,হাজি কবির আহম্মদ

আলোচনা সভা ও দোয়া মাহফিল

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন

৩নংহলদিয়া পালং ইউনিয়ন

ইউপি সদস্য,এম মনজুর আলম।

বক্তব্য দেন, বয়ানুল কুরআন মাদ্রাসার ,শিক্ষক,ও

ছাত্র ছাত্রী ।

এই দিনটিকে বাংলাদেশে জাতীয়

দিবস হিসেবে উদযাপন করা হয় এবং

সরকারীভাবে এ দিনটিতে ছুটি

ঘোষণা করা হয়।

১৯৭১ সালের এই

দিনে তৎকালীন পূর্ব পাকিস্তানের

জনগণ আনুষ্ঠানিকভাবে নিজেদের

স্বাধীনতার সংগ্রাম শুরু করে।

এই দিনে জিয়াউর রহমান বঙ্গবন্ধু শেখ

মুজিবুর রহমানের পক্ষে চট্টগ্রামের

কালুরঘাট বেতার কেন্দ্র থেকে

বাংলাদেশের আপামর

জনসাধারণের উদ্দেশ্যে

আনুষ্ঠানিকভাবে স্বাধীনতাযুদ্ধে

অংশগ্রহণের ডাক দেন।

স্বাধীন বাংলাদেশের প্রথম

পতাকা

প্রেক্ষাপট

১৯৭১ সালের ২৫ মার্চ তৎকালীন

পশ্চিম পাকিস্তান সরকার গভীর

রাতে পূর্ব পাকিস্তানের (বর্তমান

বাংলাদেশ) নিরীহ জনগণের উপর

হামলা চালায়।

ঢাকার বিভিন্ন

স্থানে গোলাবর্ষণ করা হয়, অনেক

স্থানে নারীদের উপর পাশবিক

নির্যাতন চালানো হয় এবং অনেক

স্থানে পরিকল্পিতভাবে হত্যাকান্ড

চালানো হয়।

. লেখক :ওমর ফারুক কাশেম

বিষয়: বিবিধ

১০৬০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File