♠♠আমি রাজাকার ♠♠
লিখেছেন লিখেছেন মোহাম্মদ কাশেম মরিচ্যা ১৪ ডিসেম্বর, ২০১৫, ১০:০২:২৫ রাত
আমি শেখ মুজিবের মত জাতির পিতা হতে চাইনা, যার জানাযায় ১৮ জন মানুষ আসে, আমি আলি আহসান মুজাহিদের মত মানবতাবিরোধী হতে চাই, যার জানাযায় অসংখ্যা লোক আসে...!! আমি শেখ হাসিনার মত প্রধানমন্ত্রী হতে চাই না,যাকে মানুষ প্রতিটা মহুর্তে ঘৃনা করে আমি দেলোয়ার হোসেন সাইদির মত আল্লাহ ওয়ালা হতে চাই, যাতে মানুষ আপন মহিমায় মন থেকেভালোবাসে...!! আমি তথ্য মন্ত্রী ইনুর মত হতে চাই না, যাকে সবাই কাপুরুষ ভাবে, আমি মাহমুদুর রহমানের মত হতে চাই, যাকে সবাই কলম যুদ্ধের বীর ভাবে....!! আমি এরশাদের মত হিজড়া হতে চাই না,যাকে মানুষ থু থু বাবা ডাকে, আমি সালা উদ্দিন কাদের চৌধুরীর মত স্পস্টবাদি হতে চাই, যাকে সবাই বাংলার বাঘ ডাকে...!! আমি পরিমল কিংবা সেঞ্চুরী মানিকহতে চাই না, যাদেরকে মানুষ চরিত্রহীন বলে আড়চোখেরাখে, আমি কামরুজ্জামান হতে চাই, যার ফাঁসির কথা শুনে লাখো জনতা চোখেরজলের বুক ভাসায়...!! আমি দেওয়ানবাগির মত ভন্ড লেবাজধারী হতেচাই না, যার প্রতিটা পদে পদে শিরক এরছোয়া, আমি অধ্যাপক গোলাম আযমের মত হতেচাই, যার প্রতিটা পর্যায়ে হকের জন্য লড়াই করার প্রমান পাওয়া যায়...!! আমি চর্ম নাই পীরের মত হতে চাইনা, যে স্বার্থের জন্য শয়তানের সাথে হাত মিলাতে পারে, আমি আব্দুল কাদের মোল্লার মত হতে চাই, যে মিথ্যার কাছে মাথা নত না করে জীবন দিতে পারে...!!
বিষয়: বিবিধ
১৪৭৮ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন