জামায়াত শিবির কি গরু ছাগলের চেয়েও মূল্যহীন??

লিখেছেন লিখেছেন মোহাম্মদ কাশেম মরিচ্যা ১৫ ডিসেম্বর, ২০১৫, ১০:৪০:৩৯ রাত

গুলি ধরে টানাটানি করায় গুলি খেয়ে মারা যায় একথা প্রথম শুনলাম। মিথ্যাচারের একটা সীমা থাকা উচিত।

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

কেউ কারো গরু বা ছাগল মারলে তার জরিমানা ও ক্ষতিপূরণ দিতে হয়। অথচ জামায়াত শিবিরের কোনো কর্মীকে পাখির মত গুলি করে মারলে তার বিচার তো দূরের কথা জবাবদিহিও করতে হয়না। পুলিশের দৃষ্টিতে জামায়াত শিবিররা মানুষের কাতারেই পড়েনা, তাদের জীবনের কোনো দাম নেই, তাদের গুলি করে মারার স্বাধীনতা পুলিশের রয়েছে।

.

সরকার ও যৌথবাহিনীর নিকট জানতে চাই, আপনারা কি জামায়াত শিবির কর্মীদের মানুষের মধ্যে গন্য করেন না? বাঘ সিংহ যেমন সর্বদা নিরীহ প্রাণীদের উপর ঝাঁপিয়ে পড়ে, আপনারাও ঠিক তেমনি নিরীহ জামায়াত শিবির কর্মীদের উপর থাবা বিস্তার করছেন।

বিষয়: বিবিধ

১২৩৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

354204
১৫ ডিসেম্বর ২০১৫ রাত ১১:২৮
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : তাই মনে করে সরকার ও পুলিশ
354260
১৬ ডিসেম্বর ২০১৫ দুপুর ০৩:৩৮
হতভাগা লিখেছেন : হাসুবু বিষদাঁত উপড়ে ফেলার মিশন হাতে নিয়েছেন ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File