(২০ থেকে ৩০ বছর পরের কৌতুক)

লিখেছেন লিখেছেন মোহাম্মদ কাশেম মরিচ্যা ০২ ডিসেম্বর, ২০১৫, ১০:৩৮:৩৫ সকাল



ছেলেঃ আব্বু আওয়ামীলীগ কি?

আব্বুঃ তুমি এই শব্দ কোথায় পেলে? এই শব্দ মুখে নিতে নেই ।

ছেলেঃ কেন আব্বু ?

আব্বুঃ এইটা পাপ , এইটা একটা গজবের নাম।

ছেলেঃ এটা আমাদের ইতিহাস বইতে পেয়েছি।

আব্বুঃ ও তাহলে শোন, আওয়ামী শব্দটি আইয়াম শব্দ থেকে এসেছে যার অর্থ অন্ধকার,কুসংস্কার,আর লীগ অর্থ দল। আওয়ামীলীগ অর্থ অন্ধকারের দল। অনেক দিন আগের কথা আমাদের জনপদে হিংস্র মানবরূপি এক সম্প্রদায় ছিল তারা ইসলাম, মানবতা কোনটাই সহ্য করতে পারতোনা। তারা অকারণে যত্রতত্র হামলা করত, ধ্বংস করত জনপদ .......

ছেলেঃ আব্বু ওরা আর কি কি করত ? আব্বুঃ ওরা সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস তুলে দিয়েছে ,আলেম ওলামাদের হত্যা নির্যাতন করতো, দুর্গা দেবীর প্রশংসা করতো, ইসলামী তাহজিব তমুদ্দুনের সরাসরি বিরোধীতা করত, দেশবিক্রির আয়োজনে মত্ত ছিল, দেশের সম্পদ লুটে পুটে খেত ..........।

ছেলেঃ তারাতো বেশ সাংঘাতিক ছিল! আব্বুঃ বেশ সাংঘাতিক এবং হিংস্র ছিল।

ছেলেঃআচ্ছা আব্বু ওরা কি মানব? আব্বুঃ আরে না ওরা মানব হবে কেন? ওরা ছিল হিংস্র দানব ।

ছেলেঃ আব্বু তারা এখন কোথায়? আব্বুঃ আল্লাহ তাদের অপকর্মের দরুন এই জনপদ থেকে তাদের হালাক করে দিয়েছেন ।

ছেলেঃ আলহামদুলিল্লাহ

আব্বুঃ আলহামদুলিল্লাহ।

,,প্রকাশকারী

বিষয়: বিবিধ

১৫৯৬ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

352387
০২ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:৩৮
জেদ্দাবাসী লিখেছেন : ২০ বছর পরে এই কৌতুক সত্যি হবার জন্য আওয়ামিলিগের লাক লাক সমর্থকদেরকে দরদি অন্তর দিয়ে দাওয়াতি সিমানায় নিয়ে আসতে হবে। এই বিপুল সংখ্যা জনগন সচেতন বা অবচেতন ভাবে ভারতের দালাল হয়ে বেঁচে আছে।
এটা বাংলাদেশের জন্য বিরাট হুমকি।

ধন্যবাদ



০৫ ডিসেম্বর ২০১৫ সকাল ০৮:০৩
292824
মোহাম্মদ কাশেম মরিচ্যা লিখেছেন : পড়ার জন্য ধন্যবাদ
352395
০২ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:৩৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আশা করি সত্য হবে একদিন।
352405
০২ ডিসেম্বর ২০১৫ দুপুর ০১:০১
কাহাফ লিখেছেন : আ'দ,সামুদ প্রভৃতি জনগোষ্ঠির মতই হোক এদের পরিণাম!
০৫ ডিসেম্বর ২০১৫ সকাল ০৮:০৪
292825
মোহাম্মদ কাশেম মরিচ্যা লিখেছেন : আমিন
352423
০২ ডিসেম্বর ২০১৫ দুপুর ০৩:১২
নাবীল লিখেছেন : হয়তো এমন একদিন আসবে গাছের ঝোপ ডাক দিয়ে বলবে,
বাংলার মুসলমান তোমরা কোথায় আওয়ামীলীগ নামক দানব এইখানে লুকাইছে । দরো ওকে হত্যা করো।
যেমন টি বলবে ফিলিস্তিনের পাথর গুলি ইহুদিরা এই খানে লুকাইছে।
আমরা সেই দিনের অপেক্ষায় রইলাম।
আল্লাহ তুমি বাংলার জমীন কে নাস্তিকদের জন্য কবর বানিয়ে দিও। আমিন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File