Comments (কমেন্টস)..... (সর্টফিল্ম’র পান্ডুলিপি)
লিখেছেন লিখেছেন চাটিগাঁ থেকে বাহার ০২ ডিসেম্বর, ২০১৫, ১২:০৩:০০ দুপুর
Comments (কমেন্টস) (সর্টফিল্ম’র পান্ডুলিপি)
এ.আর. বাহাদুর বাহার
[চরিত্রসমূহ: নবম শ্রেণির ছাত্রী রীমা, রীমার বড় ভাই কলেজ পড়ুয়া ছাত্র আকবর, রীমার আম্মা]
১ম দৃশ্য:
বাসার একটি বেডরুম । রুমে আছে বড় ভাই আকবর ও ছোট বোন রীমা । আকবর কলেজে ১ম বর্ষে পড়ে এবং রীমা পড়ে নবম শ্রেণিতে ।
সকাল ৯টা । আকবর বের হবার জন্য তৈরী হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে মাথা আচড়াচ্ছিল । রীমা ড্রেস পড়ে মৌজা পড়ছিল । রীমাই প্রথমে কথা বলবে:
রীমা: ভাইয়া তুই কলেজে যাবার সময় আমাকে স্কুলে পৌছে দিয়ে যা-না ।
আকবর: কেন রে, হঠাৎ কি তুই কঁচি খোকী হয়ে গেলি যে স্কুলে যাবার রাস্তা ভুলে গেছিস ?
রীমা: স্কুলে যাবার রাস্তা ভুলে যাব কেন, কিন্তু একা গেলে যে অসুবিধা আছে ।
আকবর: কি অসুবিধা ?
রীমা: স্কুলে যাবার সময় পথে আমাকে কতগুলো ছেলে বাজে কমেন্টস করে ।
আকবর: তাতে অসুবিধা কি ? তুই তা সহ্য করবি ?
রীমা: আমি তা সহ্য করতে পারিনা, আমার ভীষণ খারাপ লাগে ।
আকবর: আমি আজকে যেতে পারবনা, বন্ধুদের সাথে আমার খুব জরুরী কাজ আছে । গেলাম রে.. .. বাই (আকবর রুম থেকে বেরিয়ে যাবে)
২য় দৃশ্য
বিকাল বেলা, ঐ একই রুম । রীমা পালং এ বসে বসে ফুঁসিয়ে ফুঁসিয়ে কাঁদবে । এ সময় আকবর রুমে ঢুকে রীমাকে কান্নারত অবস্থায় দেখে অবাক হবে ।
আকবরঃ কিরে রীমা, ছোট বোন তুই কাঁদছিস কেন ? রীমা কাঁদতেই থাকবে. . . . . .
আকবরঃ আহা বলনা, কি হল তোর ? স্কুলের টিচার তোকে বকা দিছে ?
রীমা: না ।
আকবরঃ তবে কি হল তোর বল ।
রীমাঃ আসার সময় পথে বখাটে ছেলেরা আমাকে বাজে কমেন্টস করেছে ।
আকবরঃ তাই নাকি ? কে সে আমাকে নাম বল, আজকে আমি তার মাথার খুলি ফাটিয়ে দেব !
(এমন সময় ভিতরের রুম থেকে ওদের আম্মুর নেপথ্য কণ্ঠ শুনা যাবে, রীমার আম্মু সামনে আসবে না, আম্মু বলবে আকরব শুনছিল )
আম্মুঃ আকবর !
আকবরঃ হ্যাঁ মা বল ।
আম্মুঃ আজকে রীমার বান্ধবী শিল্পী এসেছিল ওর আব্বু-আম্মুকে নিয়ে ।(শুনে আকবর চমকে উঠবে)
আবকরঃ (কম্পিত কণ্ঠে) কেন এসেছিল আম্মু !
আম্মুর কণ্ঠঃ তুই নাকি বন্ধুদেরকে সাথে নিয়ে রাস্তার মোড়ে স্কুলে যাবার সময় শিল্পীকে বাজে কমেন্টস করেছিস ! ওরা বলে গেছে আমি বিচার না করলে তোর আব্বুর কানে দিবে কথাটি ! (আকবর আব্বুর কথা শুনায় আরো নার্ভাস হয়ে যায় ।)
রীমাঃ ভাইয়া তুই, তুই. . . . . এসব আমি কি শুনছি. . . . . ভাইয়া. . . . .তুই কি সত্যি ?
আকবরঃ (অনুতপ্ত হয়ে নীচু স্বরে বলবে), হে রে, মিন্টুদের পাল্লায় পড়েই আমি এসব করেছি, তবে সত্যি বলছি তুই বিশ্বাস কর আমি আর জীবনেও কোন মেয়েকে বাজে কমেন্টস করব না । আমি ভুলেই গিয়েছিলাম তোর মত আমারও একটি ছোট বোন আছে যাকে অন্য ছেলেরা বাজে কমেন্টস করতে পারে । সরি, রীমা সরি.. .. .. ..
#নেপথ্যে কিছু নীতি কথা ভেসে আসতে আসতে.( আসুন আমরা সচেতন হই... .. .. ..).শেষ হবে, অথবা
আকবর স্বগতোক্তি করবে... আমার বোনের নিশ্চিত নিরাপত্তার জন্য আমি অন্যের বোনকে কখনও ডিস্টার্ব করব না ।
-: শেষ :-
বিষয়: বিবিধ
১৩৯২ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ আপনাকে ।
এ বিষয়ে নৈতিকতা সম্পন্ন ব্যক্তিবর্গের এগিয়ে আসা কাংখিত ফল দিবে!
সুন্দর প্রসায়ে আন্তরিক ধন্যবাদ!!
আসলে আপনাদেরকেই এগিয়ে আসতে হবে ।
সবাই সব কিছু বুঝেনা, অনেকে বুঝলেও করতে চায়না ।
ব্লগাররা হয় অনেক উদার মনের, সংকির্ণতার উর্ধে ।
ধন্যবাদ আপনাকে সমর্থন করার জন্য ।
সর্টফিল্মে কথা যত কম হয় ততই ভালো!
তবে আমাদের বোধের ধার কিছুটা কম- এটা অস্বীকার করিনা!
দোয়া করি, জাযাকুমুল্লাহ..
মন্তব্যের গভীরতা আছে ।
ধন্যবাদ আপনাকে ।
আপনার সুন্দর মন্তব্যে উৎসাহিত হলাম ।
আপনারাও লিখুন : নাটক, গান, সর্টফিল্ম, কৌতুক ইত্যাদি । সুস্থ সংস্কৃতির প্লাটফর্মকে সমৃদ্ধশালী করে তুলুন ।
মন্তব্য করতে লগইন করুন