Comments (কমেন্টস)..... (সর্টফিল্ম’র পান্ডুলিপি)

লিখেছেন লিখেছেন চাটিগাঁ থেকে বাহার ০২ ডিসেম্বর, ২০১৫, ১২:০৩:০০ দুপুর

Good LuckComments (কমেন্টস) (সর্টফিল্ম’র পান্ডুলিপি) Good Luck

এ.আর. বাহাদুর বাহার


[চরিত্রসমূহ: নবম শ্রেণির ছাত্রী রীমা, রীমার বড় ভাই কলেজ পড়ুয়া ছাত্র আকবর, রীমার আম্মা]

১ম দৃশ্য:

বাসার একটি বেডরুম । রুমে আছে বড় ভাই আকবর ও ছোট বোন রীমা । আকবর কলেজে ১ম বর্ষে পড়ে এবং রীমা পড়ে নবম শ্রেণিতে ।

সকাল ৯টা । আকবর বের হবার জন্য তৈরী হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে মাথা আচড়াচ্ছিল । রীমা ড্রেস পড়ে মৌজা পড়ছিল । রীমাই প্রথমে কথা বলবে:

রীমা: ভাইয়া তুই কলেজে যাবার সময় আমাকে স্কুলে পৌছে দিয়ে যা-না ।

আকবর: কেন রে, হঠাৎ কি তুই কঁচি খোকী হয়ে গেলি যে স্কুলে যাবার রাস্তা ভুলে গেছিস ?

রীমা: স্কুলে যাবার রাস্তা ভুলে যাব কেন, কিন্তু একা গেলে যে অসুবিধা আছে ।

আকবর: কি অসুবিধা ?

রীমা: স্কুলে যাবার সময় পথে আমাকে কতগুলো ছেলে বাজে কমেন্টস করে ।

আকবর: তাতে অসুবিধা কি ? তুই তা সহ্য করবি ?

রীমা: আমি তা সহ্য করতে পারিনা, আমার ভীষণ খারাপ লাগে ।

আকবর: আমি আজকে যেতে পারবনা, বন্ধুদের সাথে আমার খুব জরুরী কাজ আছে । গেলাম রে.. .. বাই (আকবর রুম থেকে বেরিয়ে যাবে)

২য় দৃশ্য

বিকাল বেলা, ঐ একই রুম । রীমা পালং এ বসে বসে ফুঁসিয়ে ফুঁসিয়ে কাঁদবে । এ সময় আকবর রুমে ঢুকে রীমাকে কান্নারত অবস্থায় দেখে অবাক হবে ।

আকবরঃ কিরে রীমা, ছোট বোন তুই কাঁদছিস কেন ? রীমা কাঁদতেই থাকবে. . . . . .

আকবরঃ আহা বলনা, কি হল তোর ? স্কুলের টিচার তোকে বকা দিছে ?

রীমা: না ।

আকবরঃ তবে কি হল তোর বল ।

রীমাঃ আসার সময় পথে বখাটে ছেলেরা আমাকে বাজে কমেন্টস করেছে ।

আকবরঃ তাই নাকি ? কে সে আমাকে নাম বল, আজকে আমি তার মাথার খুলি ফাটিয়ে দেব !

(এমন সময় ভিতরের রুম থেকে ওদের আম্মুর নেপথ্য কণ্ঠ শুনা যাবে, রীমার আম্মু সামনে আসবে না, আম্মু বলবে আকরব শুনছিল )

আম্মুঃ আকবর !

আকবরঃ হ্যাঁ মা বল ।

আম্মুঃ আজকে রীমার বান্ধবী শিল্পী এসেছিল ওর আব্বু-আম্মুকে নিয়ে ।(শুনে আকবর চমকে উঠবে)

আবকরঃ (কম্পিত কণ্ঠে) কেন এসেছিল আম্মু !

আম্মুর কণ্ঠঃ তুই নাকি বন্ধুদেরকে সাথে নিয়ে রাস্তার মোড়ে স্কুলে যাবার সময় শিল্পীকে বাজে কমেন্টস করেছিস ! ওরা বলে গেছে আমি বিচার না করলে তোর আব্বুর কানে দিবে কথাটি ! (আকবর আব্বুর কথা শুনায় আরো নার্ভাস হয়ে যায় ।)

রীমাঃ ভাইয়া তুই, তুই. . . . . এসব আমি কি শুনছি. . . . . ভাইয়া. . . . .তুই কি সত্যি ?

আকবরঃ (অনুতপ্ত হয়ে নীচু স্বরে বলবে), হে রে, মিন্টুদের পাল্লায় পড়েই আমি এসব করেছি, তবে সত্যি বলছি তুই বিশ্বাস কর আমি আর জীবনেও কোন মেয়েকে বাজে কমেন্টস করব না । আমি ভুলেই গিয়েছিলাম তোর মত আমারও একটি ছোট বোন আছে যাকে অন্য ছেলেরা বাজে কমেন্টস করতে পারে । সরি, রীমা সরি.. .. .. ..

#নেপথ্যে কিছু নীতি কথা ভেসে আসতে আসতে.( আসুন আমরা সচেতন হই... .. .. ..).শেষ হবে, অথবা

আকবর স্বগতোক্তি করবে... আমার বোনের নিশ্চিত নিরাপত্তার জন্য আমি অন্যের বোনকে কখনও ডিস্টার্ব করব না ।

-: শেষ :-

বিষয়: বিবিধ

১৩৯২ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

352393
০২ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:২৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : যে পরিবারে ছেলের শিক্ষা নাই সেই পরিবারে মেয়েরাও নিশ্চয়ই অত ভাল নয়!!
০২ ডিসেম্বর ২০১৫ দুপুর ০১:০৭
292575
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : শিক্ষিত হওয়ার সাথে সাথে সকলের মনে সচেতনতা ও দায়িত্ববোধ জাগিয়ে তুলতে পারলে সমাজ অনেক উপকৃত হবে ।
ধন্যবাদ আপনাকে ।Good Luck
352403
০২ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:৫৭
জেদ্দাবাসী লিখেছেন : আগেরটার মত দুই তিন মিনিটের ভিতরে রাখলে ভাল হবে।আপনার ভাষায় চট্রগ্রামের টুন'টা থেকে যায়, নার্ভাস হওয়ার কিছু নাই আস্তে আস্তে ঠিক হ ইয়ে যাবে। ইনাশাআল্লাহ!

০২ ডিসেম্বর ২০১৫ দুপুর ০১:১০
292576
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : এটাতে ডায়ালগ একটু বেশী, ৪ থেকে ৫ মিনিটের মত হতে পারে । যদি কোন প্রডিওসার পছন্দ করে তো হবে আর কি !
352404
০২ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:৫৯
কাহাফ লিখেছেন : শিক্ষার বড় একটা মাধ্যম চলচ্ছিত্র,তা মানতেই হবে!
এ বিষয়ে নৈতিকতা সম্পন্ন ব্যক্তিবর্গের এগিয়ে আসা কাংখিত ফল দিবে!
সুন্দর প্রসায়ে আন্তরিক ধন্যবাদ!!
০২ ডিসেম্বর ২০১৫ দুপুর ০১:১৩
292577
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আমি আপনার সা্থে শতভাগ একমত ।
আসলে আপনাদেরকেই এগিয়ে আসতে হবে ।
সবাই সব কিছু বুঝেনা, অনেকে বুঝলেও করতে চায়না ।
ব্লগাররা হয় অনেক উদার মনের, সংকির্ণতার উর্ধে ।
ধন্যবাদ আপনাকে সমর্থন করার জন্য ।Good Luck
352408
০২ ডিসেম্বর ২০১৫ দুপুর ০১:৪৭
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : গতকাল আপনার অভিনিত অবসরপ্রপ্ত মাস্টার দেখলাম। বাস্তবতার ক্ষেত্রে চিন্তা করলে এমন ঘটনা অহরহ দেখা যায়। কিন্তু কথা হল চরিত্রতে আমাদের বাহার ভাইকে একটু বুড়ু সাজতে হয়েছিল। আসলে আমাদের বাহার ভাই তো এখনো ইয়াং। এখনো নায়ক সাজতে পারবে। Winking কি বলেন?
০২ ডিসেম্বর ২০১৫ দুপুর ০১:৫৬
292580
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : নায়ক, ভিলেন, বুড়ো, জোয়ান এগুলো আমার বিষয় নয় । আমি চাই সমাজে পজেটিভ মেসেজ পৌছাতে । সেটা যে বয়সের চরিত্রই হোক না । আপনারাও এগিয়ে আসুন । Good Luck Good Luck
352409
০২ ডিসেম্বর ২০১৫ দুপুর ০১:৫৩
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ইভ টিজিং পর এডাম টিজিং নিয়ে লিখুন। অনেক ধন্যবাদ।
০২ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:১৬
292583
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনাদের মত বিদগ্ধ লেখকদের এসব বিষয়ে পদার্পন কামনা করছি ।Good Luck Good Luck
352414
০২ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:৪৫
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

সর্টফিল্মে কথা যত কম হয় ততই ভালো!

তবে আমাদের বোধের ধার কিছুটা কম- এটা অস্বীকার করিনা!

দোয়া করি, জাযাকুমুল্লাহ..
০২ ডিসেম্বর ২০১৫ দুপুর ০৩:০২
292589
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়ারাহমাতুল্লাহ,
মন্তব্যের গভীরতা আছে ।
ধন্যবাদ আপনাকে ।Good Luck

352418
০২ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:৫৬
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ.. খুবই সুন্দর লেখনী। সুন্দর সমাজের জন্য সুস্থ বিনোদন প্রয়োজন আর সেই কাজের জন্য সকলের অগ্রগামী ভূমিকা প্রয়োজন। মহান আল্লাহ সবাইকে সঠিক জ্ঞান দান করুন। আপনার লেখার হাত আরো সু-প্রসারিত হোক এই কামনা করি।
০২ ডিসেম্বর ২০১৫ দুপুর ০৩:০৫
292590
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ওয়ালাইকুম সালাম,
আপনার সুন্দর মন্তব্যে উৎসাহিত হলাম ।
আপনারাও লিখুন : নাটক, গান, সর্টফিল্ম, কৌতুক ইত্যাদি । সুস্থ সংস্কৃতির প্লাটফর্মকে সমৃদ্ধশালী করে তুলুন ।Good Luck Good Luck
352462
০২ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:৫৩
শেখের পোলা লিখেছেন : আল্লাহ আপনাকে এ কাজে আরও দক্ষ করে তুলুক৷ এগিয়ে চলুন৷ শুকরিয়া৷
০৬ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:৪২
292974
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনাকে আন্তরিক ধন্যবাদ উৎসাহ দেয়ার জন্য ।Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File