ভারতের কাছে ইন্টারনেট ব্যান্ডউইথ রপ্তানি নয় , পাচার করা হচ্ছে নাম মাত্র মূল্যে। .
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ০২ ডিসেম্বর, ২০১৫, ১২:২১:১৮ দুপুর
আখাউড়া-আগরতলা দিয়ে এই ব্যান্ডউইথ রপ্তানির শুরু হবে । ১ ডিসেম্বর, ২০১৫
ভারতের কাছে ইন্টারনেট ব্যান্ডউইথ রপ্তানি নয় , পাচার করা হচ্ছে নাম মাত্র মূল্যে। .
২০০৫ সালে সাবমেরিন কেবলের মাধ্যমে ইন্টারনেট যুক্ত হয় বাংলাদেশ। সে সময় এতে খরচ হয়েছিল ৬ কোটি ৩০ লাখ ডলার। পরবর্তী ৩ বছরের মধ্যে লাভ পেতে শুরু করে সাবমেরিন ক্যাবল।
ইন্টারনেট রপ্তানি করার সঙ্গে সঙ্গে ভারতকে এবার টেলিকরিডর দেয়া হচ্ছে ?
২০০৫ সালে প্রতি এমবিপিএস ব্যান্ডউইডথের বিক্রয়মূল্য ছিল ৭৫ হাজার টাকা। গত ১১ বছরে মূল্য কমে বর্তমানে দেশের বাজারে ১ হাজার ৯৬৯ টাকা করে বিক্রি হচ্ছে প্রতি এমবিপিএস ব্যান্ডউইডথ।
কিন্তু ব্যান্ডউইডথ রপ্তানির ক্ষেত্রে ভারত থেকে নেওয়া হচ্ছে মাত্র ৭৯০ টাকা করে। এমনকি ত্রিপুরা সীমান্ত পর্যন্ত নিতে এর ব্যয় সম্পূর্ণ বহন করবে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল।
ব্যান্ডউইথ রপ্তানি চুক্তি সইয়ের পর গত ১০ জুলাই আগরতলায় কানেক্টিভিটি কার্যক্রম শুরু হয়। আগরতলা থেকে অপটিক্যাল ফাইবার ক্যাবল আখাউড়ায় বাংলাদেশের ১০ গিগাবাইট ব্যান্ডউইথের সঙ্গে সংযুক্ত হবে এবং ঢাকা হয়ে এটি কক্সবাজারে সাবমেরিন টেলিকম ক্যাবলের সঙ্গে সংযুক্ত হবে। মুম্বাই ও চেন্নাইয়ের পর আগরতলা হবে ভারতের তৃতীয় আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে।
ত্রিপুরা সীমান্ত পর্যন্ত নিতে এর ব্যয় সম্পূর্ণ বহন করবে বাংলাদেশ তার পর ও ভারতের কাছে বিক্রি হচ্ছে মাত্র ৭৯০ টাকা। কিন্তু কেন ?
এখনো সহনশীল মূল্যে দেশের গুরুত্বপূর্ণ সকল স্থানে দ্রুতগতির ইন্টারনেট সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যমাত্রা পূরণ হয়নি।
বাংলাদেশের মানুষ কেন এত টাকা দিয়ে কিনছে , অথচ বাংলাদেশের জনগনের টাকা খরচ করে এর ব্যয় সম্পূর্ণ বহন নাম মাত্র মূল্যে বিক্রি করা পাচার করার সমান।
সুনিল কান্তি বোস সচিব, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় কেন গোপনীয় ফাইল গুলো বিশেষ গুষ্ঠির কাছে পৌছে দিলেন ?
নেপাল, ভুটান বাদ দিয়ে হঠাৎ ভারত কেন দরপত্র জমা দিল ? সেই বিষয়ে বাংলাদেশের জনগণ এখনো অন্ধকারে ?
এই দরপত্রের মাধ্যমে ইন্টারনেট রপ্তানি করার সঙ্গে সঙ্গে ভারতকে এবার টেলিকরিডর দেয়া হচ্ছে। এর মাধ্যমে উত্তর-পূর্ব ভারতে টেলিযোগাযোগ, ইন্টারনেট ইত্যাদি সস্তা হবে। বিনিময়ে বাংলাদেশ কি পাচ্ছে ?
হয়ত দেখা যাবে পাইপ লাইনের মধ্যেই টাকা পাপ লাইন দিয়ে শেয়ার বাজারের মতই লুটে পুটে খেয়ে কুইক রেন্টালের মতই................
বিষয়: বিবিধ
১৬০৪ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নিজের দেশে ব্যান্ডউইথ কমিয়ে তা দান করে দিচ্ছি!
দেশের বাজারে ১ হাজার ৯৬৯ টাকা করে বিক্রি হচ্ছে প্রতি এমবিপিএস ব্যান্ডউইডথ।
কিন্তু ব্যান্ডউইডথ রপ্তানির ক্ষেত্রে ভারত থেকে নেওয়া হচ্ছে মাত্র ৭৯০ টাকা করে। এমনকি ত্রিপুরা সীমান্ত পর্যন্ত নিতে এর ব্যয় সম্পূর্ণ বহন করবে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল।
মন্তব্য করতে লগইন করুন