বাঙ্গালী কী আসলেই বর্বর জাতি ?

লিখেছেন লিখেছেন েনেসাঁ ০২ ডিসেম্বর, ২০১৫, ০১:৫৪:২১ দুপুর



“শিক্ষাই জাতির মেরুদন্ড”- “ যে জাতি যত শিক্ষিত, সে জাতি তত উন্নত।”- “সদা সত্য কথা বলিবে, সৎ পথে চলিবে ” এ জাতীয় বহু নীতি কথা আমরা শিশু শ্রেনী থেকে ঠোঁটস্ত করতে থাকি, কিন্ত কাজের বেলায় করি ঠিক তার উল্টোটা। তাই শিক্ষার সাথে জীবন চলার পথে তার প্রয়োগ না থাকা বা কথার সাথে কাজের মিল না থাকার কারণে আমরা বাঙ্গালী জাতি আজ দিনদিন নিঃশ্ব হয়ে পড়ছি। তার প্রমাণ আমাদের প্রতিটা পদক্ষেপে প্রমাণীত সত্য। যদি আজ শুধু ঢাকা শহরের দিকে লক্ষ্য করি, তাহলে দেখব- দেশের সব চাইতে বেশী শিক্ষিত বা ডিগ্রীধারী লোক ঢাকাতে বসবাস করে। শিক্ষিত লোক দেশের প্রচলিত আইন মেনে চলবে এটাই স্বাভাবিক, কিন্ত বাস্তবে দেখি তার উল্টোটা। রাস্তায় আইন না মানার কারণে যানজট, অফিসে দুর্নীতি করার কারণে ফাইলজট আর অবৈধ এত কাজ যে, যা সারাদিন লেখলেও তা শেষ হবে না। আর এ সব প্রাকটিস আমরা জাতীয় পর্যায় পর্যন্ত নিয়ে গেছি। আজ দেশে একটা সুষ্ঠু নির্বাচন করার মত যোগ্যতা এ জাতির নেই-শুধু মাত্র এসব অন্যায় ও দুর্নীতির কারণে। আসলে আমরা কেউ হারতে চাই না। আমরা হারতে ভুলে গেছি। কিন্ত হারার মাঝেই লুকিয়ে আছে আসল বিজয়। মনে পড়ে ফুটবল কিংবাদন্তী পেলের প্রিয় উক্তিটি-“ সফলতা বা বিফলতা নয়, অংশগ্রহন করাটাই আসল কথা। তারচেয়ে বড় কথা অন্যের অনুকরণ না করে স্বকীয়তা অর্জন করা।”

আসলে আমরা বঙ্গালীরা সহজ-সরল, অতিথীপরায়ন, পরমত সহিস্ঞু জাতি। আমার দেশের কৃষক, শ্রমিকসহ সকল সাধারণ মানুষের সাথে বর্বরতার কোন লেশমাত্র সম্পর্ক নেই। শুধু মাত্র যারা বিজাতীয় সংস্কৃতির প্রভাবে প্রভাবিত হয়ে এসব অপকর্মগুলো করছে, তাদের কথা ভিন্ন ব্যাপার মাত্র। আজ আমার সোনার বাংলা বিজাতীয় সংস্কৃতি দ্বারা বারবার ধর্ষিত। কুনঠে আছো বাহে- জেগে ওঠো সকল বিজাতীয় সংস্কৃতি, অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে।

বিষয়: বিবিধ

১১৬০ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

352435
০২ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৫:২০
জেদ্দাবাসী লিখেছেন : আমরা পরমত সহিস্ঞু জাতি নয়। অন্তত রাজনিতিতে বিন্দু মাত্র নয়। উপরে যে ছবি দিয়েছেন সেই জামানাই হয়তো ছিল।
"আসলে আমরা কেউ হারতে চাই না। আমরা হারতে ভুলে গেছি। কিন্ত হারার মাঝেই লুকিয়ে আছে আসল বিজয়। "
ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File