ফিরে দেখা ৬ মে

লিখেছেন লিখেছেন Mujahid Billah ০৫ মে, ২০১৭, ০৯:০২:৪২ রাত

অনেকগুলো ছবি দেখেছি শাপলা ট্রাজেডির। সবগুলোই মনকে ব্যথায় আচ্ছন্ন করে ফেলে। ক্ষোভে করে তোলে দুর্বিনীত কঠিন। মাঝে মাঝে জানতে ইচ্ছে করে- কোন ছবিটি সবচে’ বেশি হৃদয়-বিদারক? আমি ৫ তারিখ রাত দশটার দিকে বাসাবো মোড়ে সেই ভয়ানক লাঠিয়াল বাহিনীর আঘাতে আঘাতে যখন জর্জরিত হচ্ছিলাম তখনকার সে ছবিটা ক্যামেরাবন্দি হলে হয়তো এখন অনেকেই ঠোঁট কামড়ে-কামড়ে অশ্রু ফেলতেন, সমবেদনার অশ্রু। কেনো আমার ছবিটা কেউ তুলে রাখলো না? আল্লাহ তুলে রেখেছেন। আরো অসংখ্য ছবি তিনি তুলে রেখেছেন। সবগুলি অতোলা অদেখা ছবিই সেদিনের মহাজুলুমের মহাতাণ্ডবের নীরব সাক্ষি। বিচার হবে সেদিন আল্লাহর মহাআদালতে। জালিমরা এখন এ ঘটনাকে যতোই দামাচাপা দিতে সচেষ্ট হোক, সেদিন মাজলুমের অধিকার কেউ হরন করতে পারবে না। অজানা অচেনা অবহেলিত এবং অজ্ঞাতে সরিয়ে ফেলা লাশগুলো শাহাদতের লাল বরণ গায়ে নিয়ে সেদিন মিছিল করে-করে হাজির হবে সেই মহান আদালতে। মহাহাকিমের সামনে। হে দুনিয়ার স্বার্থপর আদালত! তোমরা বিচার না-করলে কিছুই আসে-যায় না।

আমাদের অনেক আপন মানুষ নাকি এ ঘটনায় বোকামির সন্ধান পেয়ে ঠোঁটে মৃদু হাসির নামে বাঁকা হাসি নিয়ে আমাদের সমালোচনায় আলোচনার টেবিলে ঝড় তোলেন! আহা, করুণা হয় তোমাদের প্রতি! শাপলা চেতনার গভীরে ঢুকতে তোমরা আসলে

ব্যর্থ!

বিষয়: বিবিধ

৭৭৫ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

382910
০৬ মে ২০১৭ দুপুর ১২:০৯
হতভাগা লিখেছেন : রংয়ে জলে মিশে এখন সব ফকফকা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File