শাপলাই হলো বাংলার লাল-সবুজের মোহনা!!

লিখেছেন লিখেছেন Ruman ০৫ মে, ২০১৭, ০৮:২৭:০১ রাত

৫ই মে ২০১৭

শাপলা ট্রাজেডির পর ৪র্থ বার এলো ৫ই মে ৷ এদিন স্বাধীন বাংলার সবুজ মাটিতে দগদগে লাল হরফে লেখা হয়েছিল একটি ইতিহাস ৷ রাসূলের প্রেমে জেগে ওঠবার ইতিহাস ৷ ঈমানের উত্তাল স্রোতে অপবিত্র নাস্তিক্যবাদ ভেসে যাওয়ার ইতিহাস ৷

বিষয়টা ছিল খুবই স্পর্শকাতর ৷ বাংলাদেশের স্বাধীনতার যেমন একটা চেতনা আছে ৷ আবার আছে সেই চেতনার নামে ভণ্ডামীও ৷ এই ভণ্ডামীটা শুরু হয়েছিল স্বাধীনতার পরপরই ৷ শোষিত-বঞ্চিত মানুষ মুক্তি চেয়েছিল শোষন আর বঞ্চণা থেকে ৷ এচাওয়া ছিল তাদের নির্মল ও নির্মোহ ৷ কিন্তু রামপন্থী নেতারা মনে করেছিল এই তো সুযোগ! স্বাধীনতাকে বানিয়ে ফেলে নিজেদের বাড়ীর পোষা প্রাণী ৷ যাকে বলে কামড়ে দেয় ৷ যার দিকে ইঙ্গীত করে তেড়ে আসে ৷

রাষ্ট্র ও রাজনীতি থেকে ইসলামকে ঝেটিয়ে বিদায় করার জন্য তারা এ প্রাণীটিকে যত্নে লালন করে ৷ খাইয়ে দাইয়ে আরো মোটা তাজা বানায় ৷ ওটা যখন বুড়ো হয়, তখন আবার নতুন প্রজন্মের নামে আরেকটা প্রাণী পালতে শুরু করে ৷ কাটাবনের পশু মার্কেটের পাশে শাহাবাগে আরেকটা খামার তৈরি হয় ৷ শাহাবাগের নতুন প্রজন্মের প্রাণীগুলা স্বয়ং নবীজীর বিরুদ্ধে কুৎসিৎ কদর্যতায় অপবিত্র করে ফেলে দেশমাটি সব ৷ নবীজির দামাল উম্মতেরা জড়ো হয় শাপলায় ৷ পাজড়ের অঞ্জলিতে বুকের রক্ত ঢেলে ধুয়ে দেয় দেশের মাটি ৷

সবুজের বুকে দগদগে লাল, এই তো বাংলাদেশ ৷ শাপলাই হলো বাংলার লাল-সবুজের মোহনা!!

বিষয়: বিবিধ

৭২৩ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

382911
০৬ মে ২০১৭ দুপুর ১২:১৭
হতভাগা লিখেছেন : শফি-নাগরীদের আহবানে আসা বোকাসোকা মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররাই এসব ম্যাসাকারের শিকার । উনাদের কোন ক্ষতি হয় নি । উনারা সরকারের সাথে সমঝোতা করে নিজেদের হেফাজতের ব্যবস্থা করে নিয়েছেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File