৫ মে : এক রক্তাক্ত কারবালার ইতিহাস কেউ ভুলে যায় নি
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ০৫ মে, ২০১৭, ১০:৩৯:০০ রাত
৫ মে ২০১৩, শাপলা চত্তর, হেফাযতে ইসলামের ডাকে তাওহীদি জনতার অভূতপু্র্ব সাড়া, রাতের আধারে পুলিশি হামলা, জলকামান, রক্ত, চারিদিকে লাশ, স্বজন হারানোদের কান্না আহাজারী, সবকিছু কি মানুষ ভুলে গেছে? না । কেউ ভুলে যায় নি। যারা ৫ মে'র রুপকার, হেফাযতের সম্মানিত মুরব্বিরা, শাপলায় আগত তাওহীদি জনতা, রক্ত-লাশের স্বজনেরা, ম্যাচাকারের কুশিলবরা, দেশের আপামর জনসাধারণ কেউই ভুলে যায় নি। ভুলে যান নি, হেফাযতের আমীর আল্লামা আহমদ শফি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তবে, কেউ কেউ ভুলে যেতে চান। কাউকে ভুলিয়ে দেয়া হয়। আর কেউ কেউ মনের মাঝে গেঁথে রাখেন। ফেসবুকে কতজনে কত ভাবে ৫ মে নিয়ে লিখছে।কেউ এখনো আহাজারি করছে, কেউ বিদ্রুপ করেছে, আর কেউ ৫ মে'র ঘটনা থেকে শিক্ষা তলব করছে, আবার কেউ কেউ কোনো একদিনের অপেক্ষা করছে যেদিন ৫ মে'র ঘটনার তদন্ত হবে,বিচার হবে।
হা, কোনো একদিন সেই দিন আসতে পারে।আর অবশ্যই আসেব,ইনশা আল্লাহ। যেদিন শাপলা চত্তরের গণহত্যার বিচার হবে।ভাবছেন তা ও কি সম্ভব? বলবো,হা সম্ভব। কেউ কি কোনোদিন ভেবেছিলেন, ৭৫ এর নির্মম হত্যাকান্ডের বিচার হতে পারে কোনোদিন ? ভাবেন নি।কিন্তু আমরা দেখেছি, বিচার হয়েছে এবং অনেকের ফাঁসিও হয়েছে। ঠিক সেভাবে কোনো একদিন আসবে যেদিন শাপলা চত্তরের প্রতিফোটা রক্ত কথা বলবে। আর ইতিহাস সে কথাই বলছে।
এমন এক দিন আসবে,যেদিন ৫ মে'র চুলচেরা বিশ্লেষণ হবে। কারা কোন স্বার্থে আহবান করেছিলো,পরে কোন কারনে তারা ঘুমিয়ে গেলো,কারা ইন্ধন যোগিয়েছিলো এবং কি স্বার্থে,কারা হত্যার হুকুম দিয়েছিলো, কারা হত্যায় অংশ নিয়েছিলো, কেউ কি আতাত করেছে, সবকিছুর বিচার বিশ্লেষণ হবে । সেদিন ইতিহাস কাউকে ক্ষমা করবে না এটাই ইতিহাসের অমুঘ নিয়ম। সেদিন ৫ মে'র কাউকে হয়তো পাওয়া যাবে না।কিন্ত সেদিন সাধারণ মানুষ নিঃশ্বাস ছেড়ে ঘৃনা ভরে থুথু ফেলবে অন্তত। আজকে যেমন হিটলার মুসোলিনির নাম শুনে মানুষ থুথু ফেলে।
বিষয়: বিবিধ
১০২৬ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কালের পরিক্রমায় হেফাজত এখন আওয়ামী লীগের মিত্র ।
মন্তব্য করতে লগইন করুন