গণপিটুনি(অণু গল্প)
লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ০৮ সেপ্টেম্বর, ২০১৫, ১১:১৫:৩২ সকাল
সাগর খুব মন খারাপ করে বসে আছে। ছোটবোন সুমির আবদার রাখা হয়ত তার পক্ষে সম্ভব হচ্ছে না! সুমি তার কাছে ইচ্ছে প্রকাশ করেছে একটি নতুন জামার জন্য। গত ঈদেও ওরা দুই ভাইবোন কোন নতুন জামা কিনতে পারে নি।
সাগর নিজেও খুব বড় নয়। বার কি তের বছর বয়স। ও যেই দোকানে কাজ করে তার মালিক তাকে গত ঈদে ঈদ উপলক্ষে কিছু বাড়তি টাকা দিয়েছিল! কিন্তু নিত্য অভাবের সংসারে মা ছেলে দুইজনের আয়েও কোন সমস্যার সমাধান হয় না।
ওর মা ২/৩টা বাসায় ছুটা কাজ করে। কোন মতে খেয়ে পরে বাসা ভাড়া দিয়ে তাদের দিন কাটে।
বাবার চেহারাও সে মনে করতে পারে না। কারণ বাবা আরেকটা বিয়ে করে ঐ সংসারেই থাকে। অন্য শহরে। ওদের কোন খোঁজ খবর নেয় না!
নিজের জন্য না হোক! ছোট বোনটাকে যেভাবেই হোক একটি জামার ব্যবস্থা এবার ঈদে করে দিতেই হবে! কতই বা আর লাগবে? বড়জোর পাঁচ কি ছয়শ!
সুযোগ বুঝে দোকানের ক্যাশ থেকে পাঁচশ টাকার একটি নোট সাগর তার পকেটে রেখে দেয়। মনে মনে বেশ খুশি এবার একটা ব্যবস্থা বুঝি হয়েই গেল!!
........
পরের দিনের পত্রিকার শিরোনাম- সাগর নামের এক কিশোর গণপিটুনিতে নিহত।
[এই প্রথম অণুগল্প লিখার চেষ্টা করলাম। ]
বিষয়: বিবিধ
১৯৫৭ বার পঠিত, ৩৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সু-স্বাগতম আপনাকে। লিখাটা খুব ভাল লেগেছে, আসলে আমরা মানুষের বাহিরেরটাই দেখি, ভিতরেরটা দেখিনা, তাই সমাজে এই ধরনের কাজ অহরহ চলতেছে....। ধন্যবাদ আপনাকে
চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ
মানুষ মেরে অনুগল্প মাইরি!
লিখতে থাকুন অবিরত........... ধন্যবাদ
আপনার অনুগল্প হোক সকল আন্যায়ের বিরুদ্ধে পরমানুবোমার চেয়েও কার্যকর!!
আপু থেমে যেয়েন না লেখা চালিয়ে যান।
সুন্দর প্রচেষ্টা, আশাকরি আরো লিখবেন..
মন্তব্য করতে লগইন করুন