আলোকের ঝর্ণাধারা-৪
লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ৩০ জুন, ২০১৫, ০৬:১৩:২১ সন্ধ্যা
(১১)
রোজা রেখেও যে ব্যক্তি মিথ্যা কথা বলে,
অথবা অন্যায় বা মন্দ পথে চলে।
খারাপ কাজ হতে
বিরত থাকেনা যে,
তার পানাহার ত্যাগে আল্লাহর কোন দরকার নেই আসলে।
[বুখারী ও মুসলিম]
(১২)
তোমাদের কেউ যখন রোযা পালন করে,
রোযার কথা ভুলে কিছু খায় বা পান করে।
তবে পূর্ণ করবে সে,
সম্পূর্ণ দিনের রোযাকে।
আল্লাহই তাকে খাইয়েছেন এই কথাই যেন সে মনে করে।
[বুখারী ও মুসলিম]
(১৩)
রমযানের শেষ দশকে জেগে সারারাত,
রাসুলﷺ করতেন ইবাদাত।
পরিবারের সকলকে
জাগিয়ে একসাথে
কোমর বেঁধে ইবাদাতে পার করতেন রাত।
[বুখারী ও মুসলিম]
বিষয়: বিবিধ
১৭১৬ বার পঠিত, ৫৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমিও সহমত পোষন কারী তাই কপিপেস্ট করলাম তবে আমিও পারি কিনতু থাক আপনার টিই পড়ি
আমি কপি করি তবে নকল করি নাহ্
মন্তব্য করতে লগইন করুন