জুতা চুরি ও চোর মারার যে ভিডিও লন্ডন থেকে প্রকাশ করা হয়েছে তা নিন্দনীয়।
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ৩০ জুন, ২০১৫, ০৬:৫৩:১৬ সন্ধ্যা
মিস্টার আপনার মাথায় গিলু নাই ? আপনি কি ভাত খান না ? নাকি খেচু খান ? আপনি সিলেটি হয়েও একটি ভিডিও প্রচারের মাধ্যমে আমাদের সিলেটবাসীকে অনেক ছোট করেছেন। আপনি কি জানেন প্রথিবীর দেশে দেশে আমরা সিলেটিরা অনেক সম্মানের সাথে বসবাস করতেছি ? আমাদের রয়েছে আলাদা একটা অবস্থান রয়েছে আলাদা মধুর ইতিহাস।
কেউ কি বিশ্বাস করবে এই রমজান মাসে লন্ডনের মত একটি উন্নত দেশে থেকেও কেউ জুতা চুরি করবে ? কিন্তু আমরা ভিডিওতে দেখেছি মসজিদ থেকে জুতা চুরির অপবাধ দিয়ে একজন সিলেটিকে আরেকজন সিলেটি মারতেছে আর ওই ব্যক্তি বারবার পা ধরে বলতেছে আমি চুরি করি নাই আমি চুরি করি নাই।
আমরা মনে করি আপনি হয়তো কোনো উচ্চপদস্থ কর্মজীবী নয়তো ব্যবসায়ী কিন্তু আপনি একটা গাদা , একটা বিশাল বলদ। আপনি বলদ না হলে কি পারতেন ফেসবুকে এরকম একটি ভিডিও প্রচার করতে ? আপনি সিলেটের বিরুদ্ধে চক্রান্ত করতেছেন বলে আমি মনে করি। আপনি যদি আমার স্ট্যাটাস পড়েন তাহলে আপনার পায়ের জুতা খোলে নিজ গালে একটা কষে মাইরেন। আপনি আমাদের যে ভাবে ছোট করেছেন ইচ্ছে হচ্ছে জুতার মালা আপনার গলায় ঝুলিয়ে দেই।
বিষয়: বিবিধ
১৮২৬ বার পঠিত, ২৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সিলেটিদের নাঁক উঁচা ভাব সর্বজন বিদিত । এরা নিজেদেরকে বৃটিশ ব্রিটিশ মনে করে ।
আরে ভাই আপনি না, যে চোর তাকে বলছি.
এটা লেখার মানেটা কি সেটা বুঝলাম না।
মন্তব্য করতে লগইন করুন