Sadবাজার কাব্য Sad

লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ২৭ আগস্ট, ২০১৫, ১২:৫৬:২২ দুপুর



পিঁয়াজ কেন এত ঝাঁজের?

মরিচ কেন ঝাল?

সবজি আর ডিমেও হায়

ক্রেতারা নাকাল!

.

উর্ধ্ব গতি দ্রব্য মূল্যের

যেন পাগলা ঘোড়া,

লাগাম টানার কেউ নেই?

মোদের কপাল পোড়া।

.

'স্বল্পমূল্য' কাজির গরু

আছে কিতাব জুড়ে,

তার দেখা কি কেউ পায়?

বাজার খানা ঘুরে?

.

মধ্যম আয়ের এই সময়ে

কেমন আছে সবাই?

চারিদিকে হাহাকার আর

কান্না শুনি সদাই।

বিষয়: বিবিধ

২০১৫ বার পঠিত, ৫৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

338058
২৭ আগস্ট ২০১৫ দুপুর ০১:০০
দুষ্টু পোলা লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Applause Applause
২৭ আগস্ট ২০১৫ রাত ১০:০৬
279680
ফাতিমা মারিয়াম লিখেছেন : দুষ্টু পোলা লিখেছেন :Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Applause Applause
২৭ আগস্ট ২০১৫ রাত ১০:০৮
279682
ফাতিমা মারিয়াম লিখেছেন : হাসার মত এমন কি লিখলাম?Frustrated Crying
338069
২৭ আগস্ট ২০১৫ দুপুর ০১:৪৬
হতভাগা লিখেছেন : বাজার সদাই কি আপু নিজের টাকায় করেন ?
২৭ আগস্ট ২০১৫ রাত ১০:১০
279683
ফাতিমা মারিয়াম লিখেছেন : আমি বাজার করি না, করলে হয়ত কখনও কখনও নিজের টাকাও খরচ হত।
২৮ আগস্ট ২০১৫ সকাল ১০:৪৮
279723
হতভাগা লিখেছেন : তাহলে জানলেন কিভাবে যে জিনিসপত্রের দাম বেড়ে গেছে ?
৩০ আগস্ট ২০১৫ সকাল ১০:৩৬
280029
ফাতিমা মারিয়াম লিখেছেন : যারা বাজার করেন তাদের কাছে শুনেছি এবং পত্রিকায় পড়ে জেনেছি।
৩০ আগস্ট ২০১৫ সকাল ১০:৪০
280030
হতভাগা লিখেছেন : যারা বাজার করে তারা কারা ? কে হয় আপনার ?
৩০ আগস্ট ২০১৫ সকাল ১০:৪২
280032
ফাতিমা মারিয়াম লিখেছেন : আমার হাজব্যাণ্ড, আত্মীয়-স্বজন এবং প্রতিবেশী।
৩০ আগস্ট ২০১৫ সকাল ১০:৪৭
280033
হতভাগা লিখেছেন : আপনার হাজব্যাণ্ড Surprised Surprised Surprised Surprised Surprised Surprised

এত সাহস উনার !!আপনার কাছে জিনিসপত্রে দাম নিয়ে কথা বলে !!!

আর কোন জিনিসের দাম নিয়ে কথা বলে না ?
৩০ আগস্ট ২০১৫ সকাল ১০:৫১
280035
ফাতিমা মারিয়াম লিখেছেন : হাহাহা....বাজারটা যেহেতু আমার হাতেই দেয়, তো আমাকেই তো বলবে!!!

আর এখানে সাহসের কি আছে?

এটাতো খুবই স্বভাবিক! বাজার থেকে এসে জিনিসের দাম বলবে না?

সব কিছুর দাম নিয়েই বলে। আপনি এত অবাক হচ্ছেন কেন?
৩০ আগস্ট ২০১৫ সকাল ১১:০২
280036
হতভাগা লিখেছেন : শাড়ি, কাপড়, গহনা , বেড়ানো ..... এগুলো নিয়ে কি কিছু বলে ?
০৬ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৭:৩৬
281186
ফাতিমা মারিয়াম লিখেছেন : আপনি এই প্রশ্নটা কেন করেছেন তা বুঝতে পারছি না। তবে আমি এইসব জিনিস থেকে নিজেকে মুক্ত রাখতে পেরেছি ....আলহামদুলিল্লাহ। তাই এসবের দাম নিয়ে কথা শুনতে হয়না।
338077
২৭ আগস্ট ২০১৫ দুপুর ০২:৩৪
উবায়দুল্লাহ রিয়াদ লিখেছেন : পেয়াজ মরিচে নয় এতো ঝাঁজ
মেয়েদের ঝাঁজ যত,
ছেলেদের তারা ঝাঁজ দেখাবে
না হয় যদি মন মত।
২৭ আগস্ট ২০১৫ রাত ১০:১২
279684
ফাতিমা মারিয়াম লিখেছেন : আহা!! আপনি বুঝি ঝাঁজ দেখেই জীবন শেষ করলেন!? আপনার প্রতি সহানুভুতি রইল।
338086
২৭ আগস্ট ২০১৫ দুপুর ০৩:০৭
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৭ আগস্ট ২০১৫ রাত ১০:১৩
279685
ফাতিমা মারিয়াম লিখেছেন : গ্যাঞ্জাম না করায় আপনাকেও ধন্যবাদ।
338087
২৭ আগস্ট ২০১৫ দুপুর ০৩:০৮
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : অনেক সুন্দর একটি পোস্ট উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।
২৭ আগস্ট ২০১৫ রাত ১০:১৫
279686
ফাতিমা মারিয়াম লিখেছেন : চমৎকার মন্তব্যের জন্যে আপনাকেও ধন্যবাদ জানাইHappy
338088
২৭ আগস্ট ২০১৫ দুপুর ০৩:০৯
নজরুল ইসলাম টিপু লিখেছেন : পিঁয়াজে কেন এত ঝাঁঝ!
মরিচ কেন ঝাল?
সবজি, ডিমে, মাছেও ভাই
ক্রেতারা নাকাল!

.

দ্রব্য মূল্যের উর্ধ্ব গতি
যেন পাগলা ঘোড়া,
লাগাম টানার কেউ যে নাই?
মোদের কপাল পোড়া!

.

'স্বল্পমূল্য' কাজির গরু
কিতাবে আছে লেখা,
হাট-বাজার ঘুরেও সেটা
কেউ কি পেয়েছে দেখা?

.

মধ্যম আয়ের এই সময়ে
কেমন আছে সবাই?
চারিদিকে হাহাকার আর
কান্না শুনি সদাই!



এক্সিলেন্ট কবিতা, আপনার হাতের যশ আছে, চালিয়ে যান এবং অব্যাহত লিখতে থাকুন। ছোটকালে আমার আবৃতির অভ্যাস ছিল। আপনার কবিতাটি আবৃতি করতে গিয়ে ধারণা হল কবিতাটি এভাবে হলে আবৃতিতে সুবিধা হত। আপনাকে অনেক ধন্যবাদ
২৭ আগস্ট ২০১৫ রাত ১০:১৮
279687
ফাতিমা মারিয়াম লিখেছেন : চমৎকার মন্তব্যের জন্যে আপনাকে ধন্যবাদ Happy
338099
২৭ আগস্ট ২০১৫ দুপুর ০৩:৪৯
আবু জান্নাত লিখেছেন : মধ্যম আয়ের দেশ আওয়ামী নেতাদের জন্য (জবর দখল, চাদাবাজী, দুর্নিতি ও ডাকাতি করে), তা সাধারণ জনগনের জন্য নয়। ধন্যবাদ
২৭ আগস্ট ২০১৫ রাত ১০:২০
279688
ফাতিমা মারিয়াম লিখেছেন : সাথে থাকার জন্য আপনাকেও ধন্যবাদ।Happy
338132
২৭ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:০৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : পিয়াজের গন্ধ হবেনা আর!!
২৭ আগস্ট ২০১৫ রাত ১০:২৩
279689
ফাতিমা মারিয়াম লিখেছেন : হুম...সত্যি কথা!
338142
২৭ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:২৬
শেখের পোলা লিখেছেন : স্বাধীন দেশে সবাই স্বাধীন,
ঝাল পেঁয়াজ কি ছার?
ইচ্ছা হলেই লাফিয়ে বলে,
আমি এখন কার?
তারও অনেক স্বপ্ন আছে,
আছে চেতন মালা,
উত্তমের সে পাবে পরশ,
মধ্যমের বাড়ে জ্বালা।
৩০ আগস্ট ২০১৫ সকাল ১০:২৬
280016
ফাতিমা মারিয়াম লিখেছেন :

স্বাধীন দেশে গোলাম মোরা
কপাল হল এই!
সত্যিকারের স্বাধীনতার
সুখ যে হেথা নেইCrying
১০
338169
২৭ আগস্ট ২০১৫ রাত ০৯:৩৪
আফরা লিখেছেন : তাইতো পিয়াজ ছিললে আমার চোখে পানি আসে । ধন্যবাদ গুরুজী
২৮ আগস্ট ২০১৫ বিকাল ০৪:২৪
279761
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : কাঁচা মরিচ ভেঙ্গে ঘষি ঝাল লাগেনা-
পুড়ায় শুধু দামে,
পেয়াজ খাইবার মনই চায়না-
আনি শুধু কামে,
শবজি বাজার ঘুরা ঘুরি-
আল নিয়ে বাড়ী ফিরি,
ডিম বাজারে দর কষাকষি-
ঘোড়ার ডিম ফ্রি,
মাছের বাজার ফরটি নাইন-
গোশতের বাজার চরা,
বাজার শেষে ঘরে এসে-
গিন্নর কাছে ধরা,
বাচ্চার কাচ্চার আবদার মিটাবো-
বাবা আদমরা,
রিক্সসাওয়ালার ভাড়া বেশি-
তেলের দাম বাড়া,
সব বাজারেই একদাম মেজাজ থাকে চড়া,
বুঝছেন আপু সব যায়গাতেই হালা পাবলিকেই ধরা...প্রিয় আপুনি আফরা...Happy Rolling on the Floor
৩০ আগস্ট ২০১৫ সকাল ১০:২৬
280017
ফাতিমা মারিয়াম লিখেছেন : ধন্যবাদ জুনিয়র আফরাHappy
১১
338177
২৭ আগস্ট ২০১৫ রাত ০৯:৫৩
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : অনেক ভাল লেগেছে..ধন্যবাদ..
৩০ আগস্ট ২০১৫ সকাল ১০:২৭
280018
ফাতিমা মারিয়াম লিখেছেন : আপনাকেও ধন্যবাদ মাছুমভাইHappy
১২
338261
২৮ আগস্ট ২০১৫ দুপুর ১২:৫৮
প্যারিস থেকে আমি লিখেছেন : মন্ত্রী হলে বলতাম,এগুলো একটু কম খেলেই হয়।
৩০ আগস্ট ২০১৫ সকাল ১০:২৮
280019
ফাতিমা মারিয়াম লিখেছেন : ভাগ্যিস আপনি এখনও মন্ত্রী হন নিHappy
১৩
338281
২৮ আগস্ট ২০১৫ বিকাল ০৪:০৪
ফুটন্ত গোলাপ লিখেছেন : সময়োপযোগী লেখা । অসংখ্য ধন্যবাদ আপনাকে ।
৩০ আগস্ট ২০১৫ সকাল ১০:২৮
280020
ফাতিমা মারিয়াম লিখেছেন : উৎসাহ দেয়ার জন্য আপনাকেও ধন্যবাদHappy
১৪
338285
২৮ আগস্ট ২০১৫ বিকাল ০৪:২২
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : কাঁচা মরিচ ভেঙ্গে ঘষি ঝাল লাগেনা-
পুড়ায় শুধু দামে,
পেয়াজ খাইবার মনই চায়না-
আনি শুধু কামে,
শবজি বাজার ঘুরা ঘুরি-
আল নিয়ে বাড়ী ফিরি,
ডিম বাজারে দর কষাকষি-
ঘোড়ার ডিম ফ্রি,
মাছের বাজার ফরটি নাইন-
গোশতের বাজার চরা,
বাজার শেষে ঘরে এসে-
গিন্নর কাছে ধরা,
বাচ্চার কাচ্চার আবদার মিটাবো-
বাবা আদমরা,
রিক্সসাওয়ালার ভাড়া বেশি-
তেলের দাম বাড়া,
সব বাজারেই একদাম মেজাজ থাকে চড়া,
বুঝছেন আপু সব যায়গাতেই হালা পাবলিকেই ধরা।.....ফতিমা মরিয়াম আমার প্রিয় লেখিকাদের একজন... অনেক ধন্যবাদ। Thumbs Up Thumbs Up Thumbs Up Rose Love Struck
৩০ আগস্ট ২০১৫ সকাল ১০:২৯
280022
ফাতিমা মারিয়াম লিখেছেন : চমৎকার কাব্যিক মন্তব্যের জন্য ধন্যবাদ গ্রহণ করুন কবি মুন্সিভাইHappy
১৫
338295
২৮ আগস্ট ২০১৫ বিকাল ০৫:৩৮
বার্তা কেন্দ্র লিখেছেন :

- অনেক ধন্যবাদ
৩০ আগস্ট ২০১৫ সকাল ১০:২৯
280023
ফাতিমা মারিয়াম লিখেছেন : আপনাকেও ধন্যবাদHappy
১৬
338493
২৯ আগস্ট ২০১৫ রাত ০৯:১১
এ,এস,ওসমান লিখেছেন : ডিমের যা দাম আপু, মাঝে মাঝে মনে হয় যদি মুরগি পালতাম তবে দুটো পয়সা ইনকাম করতে পারতাম Tongue Tongue Tongue Tongue Tongue

৩০ আগস্ট ২০১৫ সকাল ১০:৩০
280024
ফাতিমা মারিয়াম লিখেছেন : খারাপ কি? ভালোই হবে!
১৭
338896
৩১ আগস্ট ২০১৫ রাত ০৮:১৮
লজিকাল ভাইছা লিখেছেন : আমাদের উচিৎ বিদেশে কামলা না দিয়ে, দেশে গিয়ে আলু,পটল, পিয়াজ - রসূন, শাক সব্জির চাষাবাদ করা। সাথে হাস-মুরগির খামার করা, পুকুরে মাছ চাষ করা, কুরবানীর জন্য দুই চারটি গরু - ছাগল পালন করা।
এছাড়া আর উপায় দেখছিনা !!
সুন্দর কবিতার জন্য ধন্যবাদ।
০৬ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৭:৩৭
281187
ফাতিমা মারিয়াম লিখেছেন : আপনাকেও ধন্যবাদ ভাইছাHappy
০৬ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৭:৪০
281189
ফাতিমা মারিয়াম লিখেছেন : বুদ্ধিটা কিন্তু খারাপ না!
১৮
339039
০১ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:৫২
মাহবুব রহমান লিখেছেন : যেদিন বাজারে যায় সেদিন ব্লাড প্রেসার বেড়ে যায়. মাথা সবসময়ের জন্য হট হয়ে থাকে.
Nail Biting Nail Biting
০৬ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৭:৩৯
281188
ফাতিমা মারিয়াম লিখেছেন : কি আর করবেন বলেন!! এখনকার বাস্তবতা এটাইHappy
১৯
341780
১৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৪:৪৪
ইবনে হাসেম লিখেছেন : কবিতাটা বেশ উপভোগ্য হয়েছে। আর হতভাগা ভাই কেন এত প্রশ্ন করে তার একটা জবাব হলো, তিনি মন্তব্যে প্রথম হবার চেষ্টা করে যান। কিজানি ঠিক হলো কিনা।
১৬ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:৫৮
283362
ফাতিমা মারিয়াম লিখেছেন : আমার কাছে মনে হয় উনি দেখতে চান কে কতক্ষণ সময় রাগ না করে ধৈর্য্যের সাথে উনার এসব আজব প্রশ্নের জবাব দিতে পারেন!!! আসলে আমিও জানি না উনি কেন এমন করেন?
২০
343441
২৭ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৩:২৭
খালেদ সাইফুদ্দিন লিখেছেন : ভাই লইট্টা মাছের ব্যাপারে কিছু লিখালেন না ? ওটার দামটা ঠিক থাকলেই হয়
৩০ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:৫৯
285269
ফাতিমা মারিয়াম লিখেছেন : লইট্টা মাছের দাম জানি না!
২১
343881
৩০ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:২৯
আব্দুল গাফফার লিখেছেন : ছড়াটি বেশ উপভোগ্য,লাইক আপা Applause Applause Good Luck Good Luck Rose Rose
১৭ অক্টোবর ২০১৫ দুপুর ১২:০৪
287103
ফাতিমা মারিয়াম লিখেছেন : ধন্যবাদGood Luck
২২
354676
২০ ডিসেম্বর ২০১৫ রাত ১২:৩৭
জোবাইর চৌধুরী লিখেছেন : দ্রব্য মূল্যের উর্ধ্ব গতি
যেন পাগলা ঘোড়া,
লাগাম টানার কেউ যে নাই?
মোদের কপাল পোড়া

চমৎকার, এ নিয়ে অমত কার ?
৩০ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ১২:১৯
313399
ফাতিমা মারিয়াম লিখেছেন :

অনেক দেরীতে জবাব দেয়ার জন্য আমি আন্তরীকভাবে দুঃখ প্রকাশ করছি।

পড়ার জন্য ধন্যবাদ কবিভাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File