দু'টি পা -- বদলে যাবে বাবুর জীবন
লিখেছেন লিখেছেন জাইদী রেজা ২৭ আগস্ট, ২০১৫, ০১:০৫:২৫ দুপুর
দু'টি পা -- বদলে যাবে বাবুর জীবন
সড়ক দুর্ঘটনায় পা হারালেও মনোবল হারায়নি আনিছুর রহমান বাবু। দু'টি কৃত্রিম পা পেলেই আবারও কাজে ফিরতে পারবেন তিনি। শুরু হবে একমাত্র মেয়ের পড়ালেখা। স্ত্রী ফিরে পাবে ভরসা। পরিবারের উপর থেকে কেটে যাবে অনিশ্চয়তার কালো মেঘ।
উপজেলার অন্তাইরপাড় গ্রামের হতদরিদ্র হাশেম আলীর ছেলে আনিছুর রহমান বাবু (৩০) অভাবী সংসারে আর্থিক অনটন কাটাতে এ বছরের জানুয়ারিতে ঢাকাস্থ মাহমুদ ওয়াশিং প্লান্ট লিমিটেডে ডেলিভারি এ্যাসিস্টেন্ড হিসেবে যোগ দেন।
গত ৩১ মে ডিউটি শেষে রাত ১১টায় মেসে ফেরার সময় গাজীপুর জেলার কালিয়াকৈরের চন্দ্রার রাস্তায় হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যান। এ সময় দ্রুতগামী একটি বাস তার পায়ের উপর দিয়ে চলে গেলে অচেতন অবস্থায় পড়ে থাকেন। সেখান থেকে এলাকাবাসী তাকে এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে যায়। পরদিন তার জ্ঞান ফেরে। কয়েকদিন পর চিকিৎসকরা তার দুটি পা কেটে ফেলেন। চিকিৎসা শেষে ১৯ জুন বাড়িতে ফেরেন। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি দুই পা হারিয়ে পঙ্গু হয়ে পড়ে থাকায় রোজগার বন্ধ হওয়ায় পরিবারে নেমে এসেছে কালো মেঘের ছায়া। বন্ধ হয়ে গেছে একমাত্র মেয়ে তেলিয়ানীপাড় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী ৯ বছরের আনিছার পড়ালেখা। দিন কাটছে অনাহারে অর্ধাহারে।
অন্যের বাড়িতে ঝি এর কাজ করে পঙ্গু স্বামীসহ ৩ সন্তানের সংসার কোন মতে চালানোর চেষ্টা করছেন স্ত্রী দুলালী বেগম। আনিছুর রহমান বাবু জানান, দুটি পা হারালেও মনোবল হারাইনি। কোম্পানি বলেছে দুটি কৃত্রিম পা লাগিয়ে সেখানে গেলে তারা আমাকে কাজ দেবে। কিন্তু এ পা লাগানোর মত আর্থিক সঙ্গতি আমার নেই। কোন সহৃদয়বান ব্যক্তি বা প্রতিষ্ঠান দুটি কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দিলে ফিরে পাব নতুন জীবন। আবারও নিজের উপার্জিত অর্থে পরিবার পরিজন নিয়ে দিন কাটাতে পারব সুখে দুঃখে।
Click this link
বিষয়: বিবিধ
৯৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন