ক্বওমী মাদ্রাসা হাত দিলে হাত জ্বলে যাবে আল্লামা আহমদ শফী -"১৫ই নভেম্বর শাপলা চত্বরে সমাবেশ করার ঘোষণা হেফাজতের"- ===============================
লিখেছেন লিখেছেন শিহাব আল মাহমুদ ০২ নভেম্বর, ২০১৩, ০৬:৩১:৫৫ সন্ধ্যা
ক্বওমী মাদ্রাসায় হাত না দেয়ার জন্য সরকাররে প্রতি আহ্বান জানিয়েছেন আল্লামা আহমদ শফী। তিনি বলেন,ক্বওমী মাদ্রাসা হাত দিলে হাত জ্বলে যাবে।
চট্টগ্রামে হেফাজতে ইসলামের সমাবেশ এসব কথা বলেন সংগঠনটির আমীর আল্লামা আহমদ শফী ।
সামাবেশ থেকে যা কর্মসূচী দেয়া হয়েছে:--
১:- ৭ নভেম্বর সিলটে মহা সমাবেশ।
২:- ৮ নভেম্বর খুলনায় মহা সমাবেশ।
৩:-১৫ নভেম্বর রাজধানীর শাপরা চত্বরে জুমার নামাজ ও নামাজের পর মহা সমাবেশ।
৪:-১২ ও ১৩ ডিসেম্বর চট্টগ্রামে মহা সমাবেশ হবে।
বলা হয়েছে এসব কর্মসূচীতে কোন রকম বাধা দিলে হরতালসহ আরো কঠোর কর্মসূচী আসবে-
বিষয়: বিবিধ
১৩২৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন