অন্তর কঠিন কেন?
লিখেছেন লিখেছেন শিহাব আল মাহমুদ ২৭ মে, ২০১৬, ০৭:৩৯:১০ সকাল
অনেক এর মুখে বলতে শোনা যায় । আমার অন্তর কঠিন হয়ে গেছে । কোন কিছুতেই যেন আর ভালো লাগেনা? কারও ভালো কথাও সহ্য হয় না । অথচ একজন প্রকত ইমানদারের অন্তর হতে হবে নরম ও বিনয়ী । পবিত্র কোরআন মাজিদের সুরা আনফালের শুরুতেই বলা আছে
ﺇﲐﻧﱱﻤﱧﺎ ﭐﻟﱀﻤﱨﺆﱹﻣﲘﻨﱨﻮﻥﱧ ﭐﻟﱋﺬﲘﻳﻦﱺ ﺇﲐﺫﱧﺍ
ﺫﱨﻛﲔﺮﱺ ﭐﴦﴥﴤﱨ ﻭﱺﺟﲌﻠﱁﺖﱹ ﻗﱂﻠﱂﻮﺑﱨﻬﱻﻢﱦ ﻭﱺﺇﲐﺫﱧﺍ ﺗﱨﻠﲘﻴﱧﺖﱹ ﻋﱺﻠﱁﻴﱦﻬﲌﻢﱦ ﺀﱧﺍﻳﱧ﮳ﺘﱨﻪﱨﲵ ﺯﱺﺍﺩﱧﺗﱦﻬﱻﻢﱦ ﺇﲐﻳﻤﱧ﮳ﻨﱫﺎ ﻭﱺﻋﱺﻠﱁﻰﳎ ﺭﱺﺑﱰﲐﻬﲌﻢﱦ ﻳﱧﺘﱧﻮﱺﻛﱞﻠﱂﻮﻥﱧ ﳁﳄﳀ
মমিনদের অন্তরের অবস্থা , আল্লাহর কোরআন তেলায়াত শুনলে তাদের অন্তর প্রকম্পিত হতে থাকে, তাদের অন্তর গলে যায় । কিন্তু কেন আমাদের অন্তর গলে না ?কেন আমরা ঈমানের প্রকৃত স্বাদ পায় না কেন? হৃদয় শান্তি পায় না কোরআন তেলায়াতে ? এসবের কিছু কারণ এভাবেও বলা যায় ,
নামাযের জামাতের ব্যাপারে গাফলতি করা। কুরআন কে পরিত্যাগ হারাম রুজি রোজগার করা । অহংকার , দুনিয়া মুখি বেশী হওয়া ,আখিরাত, কবর , জান্নাত- জাহান্নাম কে বেমালুম ভুলে যাওয়া । নিজের সমালোচনা না করে অন্যের সমালোচোনা করা ।
আল্লাহর জিকির না করে হাসি তামাশা করা। সর্ব অবস্থায় আল্লাহর রহমত প্রার্থনা না করা ।
এসকল কারণেই মানুষের অন্তর কঠিন হয় । যে কাজগুলো করে অন্তর কঠিন হয় তা বর্জন করেই অন্তর ভালো রাখা যায় । আল্লাহ আমদের সবার অন্তর কে ভালো রেখে ইবাদতের পুর্ন স্বাদ অনুভব করার তেফিক দান করুন , আমীন…
বিষয়: বিবিধ
১৩৭৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
রমাদানের প্রস্তুতি নিয়ে চলছে ব্লগ আয়োজন। ২ জুন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ৬ পর্বের ব্লগ আয়োজনের ১ম পর্ব। অংশ নিতে পারেন আপনিও। নিজে জানুন, অন্যকে জানান। বিস্তারিত জানতে-
Click this link
মন্তব্য করতে লগইন করুন