আই লাভ মুরগি..............
লিখেছেন লিখেছেন শিহাব আল মাহমুদ ১০ জানুয়ারি, ২০১৫, ১০:৪৮:৩৩ রাত
https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-9/10934040_984364228257771_5904142735448011092_n.jpg?oh=f831f9e44dbf8bfde545edd031c5aca4&oe=5520F85C&__gda__=1429398500_ae7360fa826ae8002e27d74997cbaecb
আই লাভ মূরগী,আই লাভ ঘাষি,ছাগল গরু ইত্যািদ কেউ যদি বলে আমরা বুঝবো লোকটাতো মারাত্বক পশু প্রেমিক। বেচারা মুরগি সাথে নিয়ে গুরুর ঘরে ঘুমায়। এমন মানুষ জগতে পাওয়া জটিল ব্যপার।
আসলে কি তাই? সত্যিই কি লোকটা পশু প্রেমিক ? আপনার ধারনা কি?
আরে নারে ভাই লোকটা মুরগী,গরু ছাগল ভালোবাসার অর্থে ভালোবাসি বলে নাই। আই লাভ মুরগি মানে সে মুরগি খেতে ভালোবাসে,গুরু খেতে ভালোবাসে
https://scontent-b-cdg.xx.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/10928999_984364241591103_6594682431021445787_n.jpg?oh=f2bb71b83c8859ea6d1571b063b2f5aa&oe=552BF3BD
আজকে আওলিগের নেতাদের ইজতেমার জন্য মায়া কান্না করছে। কেউ কেউ আবার ইজতেমা সফল হোক ইত্যাদি ইজতেমা উপলক্ষে আই লাভ মুরগির মত জাতির সামনে বাণী দিচ্ছে। ব্যানার দিচ্ছে।
তারা (চন্দ্রবিন্দু দিয়ে সম্মান দেখানোর দরকার নেই )বুঝাতে চাচ্ছে আমরা ইসলামকে ভালোবাসি।
যারা পুরোটা দেশে ইসলামি সম্মেলনে গুলোতো ১৪৪ জারি করে,ইসলামের কোন কাজ করতে গেলে সরকারের অনুমোদি নিতে হয়। কজন আলেম একসাথে দেখলেই জঙ্গি বানিয়ে আদালতে হাজির করে তারা স্রেফ লোক দেখানো মিডিয়ার সামনে ইজতেমার জন্য মায়া কান্না।
মুসলমাসের রক্ত খেতে ওদের বড্ড মজা লাগে। তারাই আহমদ শফীরর ডাকে সারা দেশ শাপলায় আসা দেশের আলেম ক্বোরানে হাফেজ বয়স্ক মুরুব্বীদে লাঠি দিয়ে পিঠিয়েছে।
রাতের অন্ধকারে আলেম উলামা ছাত্র তোহিদি জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে।
টঙ্গিতেতো তারাই যারা শাপলায় ছিল। তাহলে কেন আজকে আওলিগের নেতারা এই ইজতেমা নিয়া হাউমাউ করে কান্তাছে আপনারে বুঝতেই পারছেন। বিরোধী দলের অবরোধের ক্রেডিট নিতে চায় ইসলামের দুশমনরা।
অবরোধ চলবে ইজতেমাও চলবে।
বিষয়: বিবিধ
১৩৯০ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন