আমাদের ছোট নদী [ ছবি সংগ্রহ-৮]

লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ১১ জুন, ২০১৩, ১২:০৭:৩২ দুপুর





আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে,



বৈশাখ মাসে তার হাঁটুজল থাকে৷



পার হয়ে যায় গরু,



পার হয় গাড়ি,



দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি৷



চিকচিক করে বালি, কোথা নাই কাদা,



এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা৷



কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক,



রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক৷



তীরে তীরে ছেলেমেয়ে নাহিবার কালে

গামছায় জল ভরি গায়ে তারা ঢালে৷



সকালে বিকালে কভু নাওয়া হলে পরে

আঁচলে ছাঁকিয়া তারা ছোট মাছ ধরে৷



আষাঢ়ে বাদল নামে, নদী ভরো ভরো,



মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর৷



দুই কূলে বনে বনে পড়ে যায় সাড়া,



বরষার উত্সবে জেগে ওঠে পাড়া৷

.

.

ছবি সংগ্রহ-৭

.

.

.

.

আমাদের ছোট নদী

- রবীন্দ্রনাথ ঠাকুর


বিষয়: বিবিধ

৪৯৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File