কত করুণ অবস্থা হলে এমন করতে মানুষ বাধ্য হয় ?? আবার কত দেওলিয়া হলে সরকার এমন কাজ করে? দেখুন দুটি ভিন্ন খবর ।

লিখেছেন লিখেছেন পথিক মুসাফির ১১ জুন, ২০১৩, ১২:০৫:০৭ দুপুর

এই সরকার প্রধানের মুখে অনেক বার শুনেছি আওয়ামী সরাকার ক্ষমতায় আসিলে মানুষ পেট পুরে ৪বেলা খেতে পারে। আওয়ামী নাকি গরীব বান্ধব দল । মুখে এমন কথা বললেও আসলে কি তাদের কথার সাথে বাস্তবের কোন মিল আছে ? যখন তারা কথা বলে তখন কি হুশ অবস্থায় বলে না অচেতন অবস্থায় ?

আমি মাত্র একটি সংবাদ দেব তাহলেই বুঝতে পারবেন আওয়ামী আমলে মানুষ কয় বেলা খেয়ে কেমন সুখে আছে ?

দেখুন !!!!!



দিনাজপুরের হাকিমপুর উপজেলা সদর হিলির চুড়িপট্টি গ্রামে এই সুন্দর ফুটফুটে ছেলেটি এক দম্পতি অভাবের তাড়নায় নিজের শিশুসন্তানকে হিজড়া সম্প্রদায়ের একজনের কাছে বিক্রি করলেন। তাও মাত্র এক হাজার ১০১ টাকা ও দুটি শাড়ির বিনিময়ে!। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

বাচ্চাটিকে ক্রয়কারী হিজড়া দুলালি (কালি) জানান, বাচ্চার মা-বাবা তাকে খাবার দিতে না পারায় সে খুব কান্নাকাটি করছিল। এতে আমার খুব মায়া লাগায় বাচ্চাটিকে লালন-পালনের জন্য কিনেছি।

Click this link

আর একটি ঘটনা এত অভাবে রয়েছে মানুষ এবং এত নিরাপত্তহীনতাই ভুঘছে মানুষ এত ধর্ষণ, এত খুন এত নির্যাতন এত দুর্ণীতি এত লুটপাট চারিদিকে অরাজকতা বিশৃঙখল অবস্থা

এত ব্যর্থতা সব ধামা চাপা দেবার জন্য কোটি টাকা খরচ করে বিদেশের পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে পার পাবার চেষ্টা করছে সরকার। যাদের দুর্নীতির কথা বিশ্ব ব্যাপি প্রচারিত যাদের বিরুদ্ধে গণহত্যার মত জঘন্য অপরাধ বিশ্ব ব্যাপি বিস্তৃত তারা কিভাবে এমন প্রচারিত কাজগুলি বিজ্ঞাপনের মাধমে তা ঢেকে দিতে পারবে আমার বোধগম্য না।



এই কোটি টাকা দিয়ে কি দেশের কোন এলাকার গরীবদের সাহায্য করা যেত না ? তাতে তাদের সুনাম কি বাড়ত না ? জনকল্যাণমুলক কাজ করার জন্যই সরকার কিন্তু জনগণের টাকা দিয়ে বিজ্ঞাপন দেবার জন্য সরকার না। এই কথা যে সব শাসক মনে রাখবে তারা প্রশংসিত হবে। তারাই দেশের সার্বিক উন্নতি করতে সক্ষম হবে।

বিষয়: বিবিধ

১৪১৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File