কেমনে বলি…….

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১১ জুন, ২০১৩, ১২:০৩:৪৩ দুপুর

কেমনে বলি কথা একখান

শরমে আমার যায় পরান

জানের জান বন্ধু আমার

নামটা ছিল শাহাজাহান

#

একসাথে খেলতাম

একসাথে ঘুরতাম

একসাথে পড়তাম

একখাটেও ঘুমাইতাম

#

হেই দিন আর নাই

ভালবাসি বন্ধু তোমায়

দিপুমনি যদি শুনতে পায়

জানিনা কি অর্থ দাঁড়ায়!

#

কেমনে বলি কথা একখান

শরমে আমার যায় পরান

বিষয়: বিবিধ

১০০৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File