কিছু সংক্ষিপ্ত রুপের ব্যাখা

লিখেছেন লিখেছেন আমি ভালো ছেলে ১১ জুন, ২০১৩, ১২:২০:২৪ দুপুর

আমরা অনেকেই এখন ছোট্ট একটা চাকরি পাওয়ার জন্য ছোটাছুটি করছি। তবে যেখানেই চাকরি খুঁজতে যাই না কেন সবখানেই এখন চাচ্ছে কম্পিউটারের দক্ষতা। চাকরির পরীক্ষায় অংশ নিতেই দেখি কম্পিউটার বিষয়ে কয়েকটি প্রশ্ন। এমনি ভাবনা থেকে আজকে আমরা জানার চেষ্টা করব কম্পিউটার বিষয়ে কিছু সংক্ষিপ্ত রূপের ব্যাখ্যা বিশ্লেষন।

CPU-(Central Processing Unit): এটি হচ্ছে একটি ডেক্সটপ কম্পিউটারের মূল। কম্পিউটারের হার্ডওয়্যার এবং সফটওয়্যার এর সমন্বয়ে একটি কমান্ডের সকল ধরনের ব্যাখ্যা বিশ্লেষন শেষে তা প্রদর্শনের সামগ্রিক কার্য বাস্তবায়ন করে থাকে।

RAM-(random access memory): এটি কম্পিউটারের অভ্যন্তরে থাকা এক ধরনের অস্থায়ী মেমোরি। বলা হয়ে থাকে র‌্যাম হচ্ছে পানির পাইপের মত, যত মোটা বা ধারনক্ষমতা বেশি তত ভাল কাজ করতে পারে। তাই কম্পিউটারের স্পীড বাড়াতে র‌্যামের পরিমান বাড়িয়ে নেয়ার পরামর্শ দেয়া হয়।

ROM-(Read-Only Memory): এটিও এক ধরনের মেমরি। ইতিমধ্যে যে বিষয়টি ব্যবহৃত হয়েছে তাকে সেইভ করে রাখে এই মেমরি, পরবর্তীতে আবার যদি একই বিষয় কল করা হয় তবে এটি দ্রুত নিয়ে আসতে সক্ষম। কম্পিউটার বন্ধ করার পূর্ব পর্যন্ত রম তার এই স্মৃতি ধরে রাখে।

LAN-(Local Area Network): কাছাকাছি থাকা বেশ কিছু পিসির মধ্যে পেরিফেরাল ডিভাইজ সংযুক্ত করে ডাটা শেয়ারের যে নেটওয়ার্ক তৈরির হয় তাই ল্যান।

MAN-(Metropoliton Area Network): ল্যান থেকে কিছুটা বিস্তৃত এলাকায় নেটওয়ার্ককে বলা হয় ম্যান।

WAN-(Wide Area Network): বিস্তৃত ভৌগলিক এলাকায় অনেকগুলো ল্যান বা ম্যান লাইনের সমন্বয়ে গড়ে ওঠে এ নেটওয়ার্ক।

IP-(Internet protocol): প্রতেকটি পিসিকে আলাদা আলাদাভাবে চেনার জন্য ব্যবহৃত হয় আইপি এড্রেস। এ মাধ্যমে সাইবার ক্রাইমারদের ধরে ফেলতে সক্ষম হয় গোয়েন্দা বিভাগ।

DNS-(Domain Name Server): আইপি এড্রেস তৈরি হয় সংখ্যার সমন্বয়ে আর তাই ইন্টারনেট হোষ্টকে সহজে চেনার জন্য ব্যবহৃত হয় ডিএনএস।

WWW-(World Wide Web): ইন্টারনেটে থাকা সকল ভিজিটরদের জন্য গঠিত উন্মুক্ত ওয়েবসাইট।

HTTP-(Hyper Text Transfer Protocol): ইহা হল ওয়েবসাইট ব্রাউজিং করার প্রোটোকল।

FTP-(File Transfer Protocol): ইন্টারনেটে ফাইল আদান প্রদানের জন্য ব্যবহৃত হয় এই প্রোটোকল।

POP3-(Post Office Protocol): ইমেইল সার্ভার থেকে গ্রাহকের কম্পিউটারে মেইল নিয়ে আসার জন্য নির্ধারিত এই প্রোটোকল।

SMTP-(Simple Mail Transfer Protocol): গ্রাহকের পিসি থেকে মেইল আউটগোয়িং এর জন্য ব্যবহৃত হয় এই প্রোটোকল

Collected

বিষয়: বিবিধ

৮৬২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File