দালাল প্রথমআলোর নির্যাস হলুদের চাষ
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১১ জুন, ২০১৩, ০১:০১:১২ দুপুর
প্রথম আলোর নামাটা বদলে হলুদ আলো দিলে কেমন হয়? ওটাইতো সহি হতে পারে বলে মনে হয়, " আমার দেশ-এর ‘সাংবাদিকতা’ - মশিউল আলম | তারিখ: ১১-০৬-২০১৩ " এর একটা হলুদ বয়ান ছাপাল, অভিনয়টা দারুণ হুমায়ুন ফরিদি নেই, হুমায়ুন ফরিদির ভিলেনের পাঠকে ও হার মানিয়েছে হলুদ আলোর কান্নাকাটি দেখে
সিনেমায় দেখা যায় ভিলেনরা হাসতে হাসতে পেটে ছুরি চালিযে দেয়, প্রথম আলো একটু ভেরাইটি আনল, ছুরিটা চালাল তবে কাঁদতে কাঁদতে, এমন অভিনয়!! সত্যি প্রসংসা করতে হয়। কলামটার আমি লিংক দিলামনা, আমি চাইনা হলুদ এর ছোয়া লাগুক এখানে, কারো ইচ্ছে হলে গিযে পড়ে আসতে পারেন, আমি শুধু পাঠকদের সাবধান করে দিতে চায় প্রথম আলোর এসব অভিনয়ে যাতে পাঠক বিভ্রান্ত না হয়, কারন আমি দেখেছি অনেক সাধারণ পাঠক প্রথম আলোর এসব অভিনয় এ কান্না কাটি করে কারন তাদেরকে সত্য মিথ্যার মিশ্রণটা এমন নিখুঁতভাবে গুলিয়ে শরবত বানিয়ে দেয় যে সাধারণ পাঠক ধোকা খেয়ে যায়, আর হলুদ আলো মুচকি হাসি দিয়ে বলে, দিচি সাধারণ পাঠককে ওয়াস কইরা!
এবার একটু ঝেড়েই কাশি, আমারদেশ আর মাহমুদুর রহমানকে নিয়ে কলামটা ছাপানো হয়েছে, শুরুতেই কান্নাকাটি আমার দেশ আর মাহমুদুর রহমান এর জন্য, সেকি কান্না, একেবারে ফুপিয়ে কান্না, সরকার অন্যায় ভাবে আমারদেশ এর ছাপাখানা বন্ধ রেখেছে, মাহমুদুর রহমানকে বন্দী করে রেখেছে রিমান্ডে নিচ্ছে ইত্যাদি বলে, শেষ ও করল কান্নকাটি দিয়ে, আহা কি দরদই না দেখালো, কিন্তু মাঝখানে যা করার করে দিয়েছে, পেটে সোজা ছুরি চালিয়ে দিয়েছে, হাজার সত্য মিথ্যা দিয়ে এমন বয়ান করে দিল যে, সাধারণ পাঠক এর কাছে মনে হবে আমার দেশ আর মাহমুদুর রহমান যেন এক দৈত্ব দানব তায় তার জন্য কান্না কাটি করা উচিত হচ্চেনা, শুল বিদ্ধ করা দরাকার, আদতে সরকারতো তাই করছে, এমন করে বিষয়টা ছাপাল যেন সাধারণ মানুষ সত্যিই বোকা বনে যাবে, তাদের কাছে প্রাসংগীক মনে হবে তখন সরকার যে আমার দেশ আর মাহমুদুর রহমান এর প্রতি যে অত্যাচার, নির্যাতন, জুলুম করে আসছে, মুলত এসব হালাল করার জন্যই প্রথম আলোর এই আয়োজন
আমরা স্পষ্ট ভাষায় বলতে চায় আমরা ছিলাম আমরা আছি আমার দেশ আর মাহমুদুর রহমানকে সংগে নিয়ে এ দেশের সার্বভৌমত্ব টিকে রাখার সংগ্রামে, এসব হলুদ লিখায় আমরা বিভ্রান্ত হবনা, আমাদের সংগ্রাম চলছে চলবে ইনশাআল্লাহ
বিষয়: বিবিধ
১৫৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন