হে মিশরীয় মুসলমানগণ!
লিখেছেন লিখেছেন আমি ভালো ছেলে ০৪ জুলাই, ২০১৩, ০৩:৩৭:৩৫ দুপুর
হাজার হাজার মাইল দূরে থেকেও, নিজেরা জুলুম-অত্যাচারসহ হাজারো সমস্যায় জর্জরিত থেকেও আমরা বাংলাদেশী মুসলমানরা তোমাদের জন্য কাঁদছি, দুআ করছি, নিজেদেরকে বিভিন্ন কথা বলে স্বান্তনা দিচ্ছি।
সারা বিশ্বের মুসলমানরা আজ ব্যথিত।
তোমাদের সাথে কিসের সম্পর্ক আমাদের?
তোমরা কি আমাদের রক্ত সম্পর্কের কেউ?
তোমরা কি আমাদের দেশের কেউ?
তোমরা কি আমাদের প্রতিবেশী?
নাহ। কারণ একটাই। তোমরা মুসলমান, আমরাও মুসলমান। এই সম্পর্ক অন্য সব সম্পর্কের উর্ধ্বে। এই সম্পর্কের কারণেই আজ পৃথীবির দুই প্রান্তের দুই দেশের মানুষের চাওয়া পাওয়া এক, একে অন্যের ব্যথায় ব্যথিত। তোমাদের হাজারো শহীদের রক্তে অর্জিত ইসলামী বিপ্লবের যদিও সাময়িক পরাজয় হয়েছে। কিন্তু বিজয় হয়েছে সকল মুসলমানদের ভ্রাতৃত্যবোধের। তোমাদের “মুসলিম ব্রাদারহুড” নাম আজ সার্থক। একটা দল ক্ষমতায় থাকলে টিকে থাকার জন্য কত কিছু করতে পারে তা আমরা নিজ চোখে দেখেছি। কিন্তু তোমরা ক্ষমতায় টিকে থাকার জন্য গুম-হত্যা, জুলুম-নির্যাতনের মত কোন অপকৌশল প্রয়োগ করো নাই। যা তোমাদের নৈতিকতা, স্বচ্ছতা ও ন্যায়পরায়নতার প্রমাণ। তোমদের স্টাইলে আমরা ইসলামী বিপ্লব সাধন করার স্বপ্ন দেখি। তোমরা আগের চেয়ে আরো শক্তিশালী হয়ে চুড়ান্ত বিজয়ের দিকে এগিয়ে যাও। এই কামণাই করি।
[b]Collected From Facebook- মরু সাইমুম[b]
বিষয়: বিবিধ
১৪৩০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন