শুক্রবার
লিখেছেন লিখেছেন আমি ভালো ছেলে ২৪ আগস্ট, ২০১৩, ১০:৫২:৪১ সকাল
সপ্তাহে ৬ দিন সময় দিতে হয় এমন এক সহকর্মীকে শুক্রবার টাও দিতে হল। আমি গত শুক্রবারের কথা বলছি। সকাল থেকে স্কুল-কলেজ জীবনের বন্ধুদের সাথে যোগাযোগ করে আড্ডা দেয়ার জন্য কয়েকটা স্থান ঠিক হলো। আবার, স্থান পরিবর্তন হলো। এমন করতে করতে একসময় আড্ডা বাজী বন্ধ হয়ে গেল। তখন একমাত্র অবলম্বন সহকর্মীকে নিয়ে বের হলাম। উদ্দেশ্য ঢাঃবি র এক বোনের সাথে দেখা করা। ইডেন কলেজের পাশে কোন এক কলোনীর ভিতর তার সাথে দেখা করলাম। ছিলাম ঘন্ট দুই। তখনই বন্ধু মহল থেকে ফোনে জানালো তারা সবাই জিয়া উদ্যান আছে। তারাতারি যেতে হবে। নিউমার্কেটের কোন এক ফাষ্টফুডের দোকানে কিছু খেয়ে নিলাম। বোনটাকে তার হলে পৌছে দিয়ে ছুটলাম জিয়া উদ্যানের দিকে। ওখানে কিছুক্ষন থাকার পর মনে হলো আমি মোবাইল কিনবো বলে টাকা নিয়ে আসছি। অবশেষে বন্ধুদের পাল্লায় পরে বসুন্ধরায় গিয়ে মোবাইল কিনতে হল।
আমি যেন কিরাম ফিল করছি।
বিষয়: বিবিধ
১৩০০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন