হায়রে স্বামী----------------------- স্ত্রীকে পিটিয়ে জখম

লিখেছেন লিখেছেন আমি ভালো ছেলে ৩০ জুন, ২০১৩, ১০:৪৬:৩৭ সকাল

পটুয়াখালীর দুমকিতে পছন্দের প্রার্থীকে ভোট না দেয়ার অপরাধে ক্ষিপ্ত হয়ে স্ত্রী ইসরাত জাহানকে বেদম প্রহারে জখম করেছে তার স্বামী আবুল কালাম । গুরুতর আহত ইসরাত জাহানকে দুমকি উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নির্বাচনোত্তর গত মঙ্গলবার সকালে দুমকি গ্রামে এ সহিংসতার ঘটনাটি ঘটেছে।হাসপাতাল সূত্র জানায়, উপজেলার সদ্য সমাপ্ত শ্রীরামপুর ইউপি নির্বাচনে পরাজিত মেম্বর প্রার্থী নাসির উদ্দিন মৃধার টিউবওয়েল প্রতীকে ভোট না দেয়ায় ক্ষিপ্ত স্বামী আবুল কালাম তাঁর স্ত্রী ইসরাত জাহানকে পিটিয়ে গুরুতর আহত করেছে। পাষন্ড স্বামীর নির্দয় প্রহারে ইসরাত জাহান’র হাত, পা ও পিঠের বিভিন্ন স্থানে ফেটে রক্তাক্ত জখম হলে অজ্ঞান অবস্থায় উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল বেডে চিকিৎসাধীন গৃহবধু ইসরাত জাহান’র অভিযোগ, তাঁর পছন্দের মোরগ প্রতীকে ভোট দেয়ার অপরাধে স্বামী টিউবওয়েল প্রতীকের সমর্থক আবুল কালাম বসত: ঘরের দরজা বন্ধ করে এলোপাথারী পিটিয়ে আহত করে। পরাজিতের ক্ষোভে আবুল কালাম তাঁর অবাধ্য স্ত্রী ইসরাত জাহান’র ওপর শোধ নিতে নির্মম নির্যাতনের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, ২৩ জুন নির্বাচনে স্বামীর পছন্দের মেম্বর প্রার্থী নাসির উদ্দিন মৃধা মাত্র ৩ ভোটের ব্যবধানে মোরগ প্রতীকের প্রার্থী মো: হারুন মোল্লার কাছে পরাজিত হয়। পূর্ব নিষেধাজ্ঞা সত্ত্বেও স্ত্রী সানজিদা বিজয়ী প্রার্থী হারুন মোল্লার মোরগ প্রতীকে ভোট দিয়েছে জেনে ক্ষিপ্ত হয়ে স্বামী আবুল কালাম তাঁকে (ইসরাত জাহান) বেদম প্রহার করে।

http://www.patuakhaliweb.com/dumki/dumki-news/politics/6279-2013-06-26-10-55-40.html

বিষয়: বিবিধ

১৩১৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File