- খুতখুতে
লিখেছেন লিখেছেন অন্য চোখে ২৫ এপ্রিল, ২০১৬, ০৭:২০:৫২ সন্ধ্যা
রুমানার চোখে সব
ভলগার, নস্যি
কেউ মোটা, কেউ খাটো
কেউ কালো, দস্যি।
-
কারো মাথায় টাক আছে
কোকড়ানো চুলটা
ফাজলামোর সীমা আছে
কানে ঝুলে দুলটা।
-
ব্যাবসায়ী হলে ভালো
চাকুরীও চলবে
গাড়ী বাড়ি থাকে যদি
না কেন বলবে।
-
রুমানার দু'টানা
খুতখুতে গেলনা
চল্লিশ পার করে
লাড্ডুটা খেলনা।
বিষয়: বিবিধ
১০৪৩ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কবে তার বর হবে
ব্যবসায়ী হলে পরেও
আছে কি গ্যারান্টি
সেখানেও খুত খুতে সে
দিবে অশান্তি
তাইতো জামায় কপালে নাই
হায় মেয়ে রুমানা-
এ যে কলি জমানা!!
মন্তব্য করতে লগইন করুন