মরুচর
লিখেছেন লিখেছেন হাফেজ আহমেদ ২৫ এপ্রিল, ২০১৬, ০৭:২১:১১ সন্ধ্যা
জীবন রথের সারথি হয়ে
অথই নিরে একলা বেয়ে
জেগেছি নীল দরিয়ার গর্ভে
এক কর্দমা চর হয়ে।
আমি নিরবে দেখেছি জলধির সনে
কত দ্বীপের নিত্য মিতালির সৃষ্টি,
সূর্য দহনে ভীষন খরায়
আরাদনায় ছিল মোর একফোঁটা বৃষ্টি।
চারিদিকে অথই পানি
বক্ষে আমার মরুচর,
জোয়ার ভাটার নিত্য লড়াই
সয়েছি হাজার বছর।
আমি কর্দমা হতে সূর্য দহন সয়ে
আজ ধুলো-মনিতে,
উড়ে উড়ে হই বিলীন সাগরে আবার
আমি বাতায়ন ঘূর্ণিতে।
রং তরঙ্গ ফের সাজায় মোরে
নিত্য নতুন সাজে,
এমনি করেই লিপ্ত চির
ভাঙা গড়ার কাজে।
দিয়েছে আশ্রয় মোরে
অথই দরিয়া,
মানব প্রাণী নিয়েছে ঠাই মোর
বক্ষ ছেদন করিয়া।
বক্ষে আরও বেঁধেছে বাসা
কত শত প্রাণী কূল,
অতি মমতায় রেখেছি ওদের
দেয়নি ঝরতে ফুল।
ঠাই হল না স্থলে আমার
হয়েছে অতলে সাগরের,
আমার নেই কোন কূল
তব আমি কূল মানবের।
বিষয়: বিবিধ
৯১২ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অর্থ কবিতাটির গভীরে রয়েছে।
মন্তব্য করতে লগইন করুন