এ কেমন স্বাধীনতা

লিখেছেন লিখেছেন হাফেজ আহমেদ ০৭ আগস্ট, ২০১৬, ০১:২৬:২৯ দুপুর

স্বাধীন দেশে জন্মে আজও খুঁজে ফিরি স্বাধীনতা,

লুটেরা খাচ্ছে লুটে আমার স্বাধীনতা।

স্বাধীনতা দেখেছি ঐ বেশ্যাবৃত্তির অলিতে গলিতে,

তব আজও মিলেনি দেখা তার পর্দা প্রথাতে।

ভোট চুরির স্বাধীনতা দেখেছি আমি নিত্য,

ভোটাধিকারের বেলায় তা দেখিনি যে সত্য।

যানবাহনে লটকে চলার দেখেছি স্বাধীনতা,

চুপিসারে পালিয়ে কাঁদে বাক স্বাধীনতা।

স্বৈরাচারীর খুন ঘুমের দেখেছি স্বাধীনতা,

সাগর রুনি আপন গৃহে হারিয়েছে সত্তা।

মেঘের চোখে মুষলধারে দেখেছি অঝোর বৃষ্টি,

অনাথ শিশুর আর্তনাদে দেখিনি বজ্রমুষ্ঠি।

পিলখানাতে দেখেছি আমি বিষধর নিঃশ্বাস,

হলি আর্টিজানে দেখেছি আমি আপ্যায়ন ইতিহাস।

স্বাধীনতার ব্যাবসায় নিয়ে দেখেছি স্বাধীনতা,

মুক্তিযুদ্ধা অনাহারে দেখিনি মানবতা।

ফেলানী, তনু, রাজন গেল আর কত এভাবে,

রানা প্লাজা আর কতকাল মানবতা শেখাবে।

বৈশাখীতে মায়ের আঁচল টেনেছে স্বাধীনতা,

বিশ্বজিতের রক্তে আমি দেখেছি নির্মমতা।

এই যদি হয় সভ্যতার এমন স্বাধীনতা,

তবে বিদ্রোহী আমি এই স্বাধীনতার,

তিরিশ লাখের স্বপ্নের স্বাধীনতা চাই,

তবে কুত্তা বেশে মূত্র ত্যাগের স্বাধীনতা

আমি চাই না।

বিঃদ্রঃ কবিতাটি অপকর্মের স্বাধীনতার বিরুদ্ধে, তবে রাষ্ট্রীয় স্বধীনতার সম্পূর্ণ পক্ষে।

কপিরাইট

লেখক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

বিষয়: বিবিধ

১৫৩১ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

375983
০৭ আগস্ট ২০১৬ দুপুর ০২:২১
কুয়েত থেকে লিখেছেন : ভোট চুরির স্বাধীনতা দেখেছি আমি নিত্য,
ভোটাধিকারের বেলায় তা দেখিনি যে সত্য।
রানা প্লাজা আর কতকাল মানবতা শেখাবে।
বৈশাখীতে মায়ের আঁচল টেনেছে স্বাধীনতা স্বাধীন দেশে জন্মে আজও খুঁজে ফিরি স্বাধীনতা,লুটেরা খাচ্ছে লুটে আমার স্বাধীনতা। লেখাটি অনেক ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ আপনাকে
০৭ আগস্ট ২০১৬ দুপুর ০৩:৫২
311753
হাফেজ আহমেদ লিখেছেন : আপনাকেও অসংখ্য ধন্যবাদ প্রিয় কবি।
০৮ আগস্ট ২০১৬ দুপুর ০৩:৩৭
311794
কুয়েত থেকে লিখেছেন : আমি আবার কবি হলাম কবে? অবৈধ ডিজিটেল দেশের বৈধ নাগরিক বটে।আপনাকে ধন্যবাদGood Luck
375984
০৭ আগস্ট ২০১৬ দুপুর ০২:৩৫
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো পিলাচ
০৭ আগস্ট ২০১৬ দুপুর ০৩:৫৪
311754
হাফেজ আহমেদ লিখেছেন : আপনার ভালোলাগায় আমি অত্যান্ত আনন্দিত এবং উৎসাহিত। ধন্যবাদ প্রিয় কবি। ভালো থাকবেন। শুভ কামনা থাকল।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File