আমি প্রতিদিন তোমার বন্ধু হতে চাই....! ✔✔✔আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ০৭ আগস্ট, ২০১৬, ১২:২৮:২৮ দুপুর
কেমন মন মানসিকতা আমার
বন্ধু বানাবো ভাবছি এখনো,
যে বন্ধু ছাড়া দুনিয়া-আখেরাতে
আমার উপায় নেই কোনো!!
তাকে যদি বন্ধু বানাতে পারি
লাগবেনা কোনো কিছু আর,
তিনি দিকনির্দেশনার মালিক,
দেন তিনি স্বস্তি অথবা হাহাকার।
ওনাকে বন্ধু বানানো উচিত
ছিলো অনেক আগে আরো,
বন্ধু বানাবো ভাবতে ভাবতে, পৃথিবী
বলে এবার আমায় ছাড়ো।
ওনাকে চিনতে জানতে করেছি
অবহেলায় কত সময়ের অপচয়,
বয়সের খাতায় গুনাহে ভরা, ভাবছি
বসে! পাব কি আমি বন্ধুত্বের আশ্রয়!
আমিতো পড়িনি নামাজ রাখিনি
রোজা, করিনি কোরআনের অনুসরণ,
সময় শেষে বুঝেছি আমি
ছিলো বন্ধুত্বের বড় প্রয়োজন।
আমি তাওবাহের নিয়্যাতে সিজদায়
পড়ে করিবো বন্ধুত্বের আহবান,
হে রব দোয়া কবুল করো, জ্ঞান
দান করে বক্ষে, আমায় করো মহিয়ান।
আমি প্রতিদিন তোমার বন্ধু হতে চাই
পেতে চাই জান্নাতে একটি ঘর,
মোহাম্মদ (সাঃ) এর পথ অনুসরণে
সুদৃঢ় করে দাও আমার এ অন্তর।
আমি অধম আমাকে মাফ
করে দাও, তুমি রহিম-রহমান,
তুমি মাফ না করলে কেমন করে
বন্ধু হবো বন্ধুত্ব ছাড়া তুচ্ছ এ জ্ঞান।
বিষয়: বিবিধ
১৫৬৬ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন