""জামায়াত বিহীন জাতীয় ঐক্য তেমন, শিকড় বিহীন গাছে আরোহণ যেমন""

লিখেছেন লিখেছেন মিস্টার ট্রাইবুনাল ০৭ আগস্ট, ২০১৬, ১১:৪৭:৪০ সকাল

কমেডি অভিনেতা দিলদার নেই কিন্তু,জাতীয়

ভাবে জনগনকে হাঁসানের জন্য অনেক দিলদার

তৈরী হয়ে গেছে।পল্টিবাজ এরশাদ কাকুর থুক্কু

দাদুর বয়স হয়েছে,যে কোন সময় চিৎ পটিং হয়ে

যেতে পারে। কিন্তু,ভাবনার কারন নেই তার

স্থানটি পূরণ করার জন্য আরো এরশাদ

তৈরী হয়ে গেছে।

শুনেছি পাবনার মানসিক হাসপাতালে রোগীর

সংকট পড়েছে(পাগল সংখ্যা কমে গিয়েছে),

কিন্তু,,,অচিরেই ঐ হাসপাতাল কানায় কানায়

ভরপুর হবার সম্ভাবনা রয়েছে।

কেননা মিডিয়ার মাধ্যমে অসংখ্য মানসিক

ভারসম্যহীনদের আনাগোনা লক্ষ করা যাচ্ছে।

তাই কোন ক্ষেত্রেই হতাশা হবার সম্ভাবনা নেই।

বর্তমানে বাংলাদেশের জনগন একনায়কতান্ত্রিক

শাসণ ব্যবস্থার মধ্যে থাকার কারনে লাইফটা

অনেকটা আউট গোয়িং হয়ে যাচ্ছে।

তাই ওনাদের বদৌলতে আমরা জাতীয় ভাবে

একটু হলেও বিনোদন উপভোগ করতেছি..!

তাই এক হিসেবে উনারা আমাদের জাতীয় সম্পদ।

যাইহোক,,,,,

মূল কথায় আসি দেশে এখন জাতিয় ঐক্য নিয়ে

দহরম মহরম চলতেছে। আর আমরা জনগন

এক প্রকারের কমেডি আওয়ারও উপভোগ

করতেছি। ভালোতো ভাল....না....!!

তবে জাতিয় ঐক্য দিয়ে জাতির কি উপকার হবে

সেটা আমার এই ছোট মাথায় ঢুকতেছে না।

তবে একটা বিষয় খুব ভালোভাবেই মাথায় ঢুকে

গেছে যে,যদি কোন শুভ উদ্দেশ্য কে সামনে

নিয়ে জাতীয় ঐক্য করার চিন্তা করে থাকে তাহলে

সেই ঐক্যে জামায়াত ইসলামী ব্যতিত চিন্তা

করা আর মংগল গ্রহের বসবাস করা সমান।

হ্যাঁ জামায়াত ছাড়া ঐক্য হবে,তবে সেটা জাতীয়

ঐক্য নয়,কিছু দল মিলে একটা ঐক্য করা যেতে পারে।

কেননা বাংলাদেশে ব্যাঙের ছাতার মত অনেক

দল রয়েছে,,,।। আমি মনে করি জামায়াত ছাড়া

"জাতীয় ঐক্যের কথা বলা/চিন্তা করা তেমন,

শিকড় বিহীন গাছের উপর আহোরণ যেমন"

তাই বুদ্ধিমানেরা কখনো এই ধরণের নিস্ফল চিন্তা

ভাবনা করে না। যারা করে থাকেন তারা

জাতির নিকট হাঁসির পাত্র ছাড়া আর কিছুই নয়,

তারা হলেন ঐ.......উপরের সারির মানুষ গুলো।

কেননা পাগল,বুদ্ধিপ্রতিবন্ধি আর কমেডিয়ানরা

ব্যতিত কেউ শিকড় বিহীন গাছে উঠার আসা

করে না,,,,,,,,,,,,,।।

আল্লাহ এই জাতিকে বুদ্ধিপ্রতিবন্ধি ও মানসিক

রোগী মার্কা জ্ঞানীদের থেকে রক্ষা করুক।।

বিষয়: বিবিধ

১১২৪ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

375986
০৭ আগস্ট ২০১৬ দুপুর ০২:৪২
কুয়েত থেকে লিখেছেন : ভাবনার কোন কারন নেই তার স্থানটি পূরণ করার জন্য আরো বহু এরশাদ তৈরী হয়ে গেছেন। জামায়াতে ইসলামী ছিল আছে থাকবে দেশের প্রতি ইন্চি মাটির পরতে পরতে। ত্যাগ ও কোরবানীর বিনিময়ে যাদের কর্মী বাহীনি গড়ে উঠে তাদের হাতেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে থাকবে। দালাল আর সার্থবাদিরা পা'চাটার কাজেই ব্যস্ত থাকবে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File