কেমন আছ মা?
লিখেছেন লিখেছেন হাফেজ আহমেদ ০৮ মে, ২০১৬, ০৩:৫৩:২৬ রাত
চেয়েছি মা তোর বুকে থাকতে
পারিনি মা পারিনি,
সুখের খোঁজে প্রভাসে আমি
দুঃখ আজও ছাড়েনি মা ছাড়েনি।
তুমি আমার স্বর্গ "মা"
তুমি তো কাছে নেই,
স্বর্গ বিনে রয় কি কোথাও
শ্রেষ্ঠ সুখের ঠাঁই?
বাবু তোর আরামে ঘুমোয়
বকে আর লাগেনা বালিশ,
সেন্ডুইস, পিজা সব-ই আছে "মা"
নেই তোর হাতের পান্তা ইলিশ।
আঁচল দিয়ে মোছে না কেউ আজ
আঁখি ভেজা নীর,
হাজার টিস্যুতে হয় কি শান্ত "মা"
হৃদয়ের গভীর !
আকাশ পানে চাহিয়া রহিল আজ
তোর বাছাধন,
গভীর নিশিতে তাই
হইল আলাপন।
চন্দ্রের পানে ডাকিয়া কহিল, বল ভাই!
"মা তোর কোন পাশে ঘুমোয় " ?
আমিতো আছি তোর পূর্ব-দক্ষিণে
বল ভাই মা আছে তোর কোন কোনে?
কহিল না কথা সে
মুখ করে ভার,
মেঘমালায় লুকিয়ে গেল
দেখিনিতো আর।
শুকতারা সেও নেই
এ কি কারখানা !
কি আছে আর পৃথিবীতে
ছিল না তা মোর জানা।
আঁধারে একলা বসে তোর বাছাধন,
মা বলে ডেকে ডেকে করিল ক্রন্দন।
দেখিল না চন্দ্রতারা, দেখিলনা কেউ তা
আঁধারও দেখিলনা।
জানিনা তুমি শুনছো কিনা "মা" জানিনা
কহিল না কথা কেউ
কেউ না "মা" কেউ না,
তুমিও কি বলবে না কথা "মা" ?
বল না মা বল না
কেমন আছ মা? কেমন আছ মা?
কেমন আছ.....
বিষয়: বিবিধ
১২২৮ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন