সনেট ০৩ $$$ মুক্তির বন্দনায় $$$
লিখেছেন লিখেছেন হাফেজ আহমেদ ০৯ মে, ২০১৬, ০৭:১৭:৫০ সন্ধ্যা
লোহার শিকড়ে বেঁধে এ মুক্ত পাখনা
বক্ষ বাঁধিয়া উদ্দাম রজ্জুর বাঁধনে
কক্ষে রুদ্ধ কপাট নয়ন ও মহনা
স্বাধীনতা দেবে নাকি কর্জের কাপনে।
পাপী হাসে, সতী ফাঁসে, রোদনে নয়না
দেখেছি রুধিতে সাধু নন্দন কাননে
নব পতি নির্মলের করুন দাপনে
রক্তে লাল হয়ে রয় বধূর গহনা।
নকরির তরফে যদি কহে সদা উপরি
তবে মা বোনের কদর দাও ফিরিয়ে
দাও ফিরিয়ে এিশ লাখ রক্ত কবরী।
যদি নাহি পার তা, তবে রুখো গদরে
দানব অক্ষ দগ্ধানে মুক্ত কর নর নারী
হাসবে কানন কুঞ্জ হৃদয় সদরে।
বিষয়: বিবিধ
১৩৯৫ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন