এই সুখ সুখ নয়

লিখেছেন লিখেছেন হাফেজ আহমেদ ০৭ মে, ২০১৬, ০৮:৩৬:৩৩ সকাল

হে মানব..! কিসের এত বড়াই..?

এই বাড়ী তোর নয়,

আয়ু তোর ক্ষয় হয়,

দুনিয়ার বুকে তোর নেই ঠাই, নেই ঠাই।

নিত্য কত ধান্দায় কত রোজগার,

গড়লি কত অন্ধমায়ার বেড়াজাল,

সব-ই তো হয়ে যাবে বেহাল,

যেমন ছিল তোর বাপ-দাদার।

ওদের জানেনা আজও তোর নাতিপুতি

শুনেনি অনেকের নাম,

কার ভিটায় বসত করে গায় কার সুনাম..!

যাসনে ভুলে, নয়ন খুলে, দেখ মতিগতি।

জন্মপূর্বে কোথায় ছিলি, হে মানব আত্মা?

ভাবো গভীর ধ্যানে, ভাবো একবার

শ"বছর পরে তোর কে হবে দেখবার?

এই দেহ পচে হবে মাটি, রবেনা পাত্তা।

এখনি গোছাওরে মন পরকালের সম্বল,

এই সুখ রবে না, সময় আর হবেনা,

না বুঝে হেসো না, নরকে ফেসো না,

যাবেনা সাথে কেউ, থালা বাটি কম্বল।

বিষয়: বিবিধ

১২৭৬ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

368273
০৭ মে ২০১৬ সকাল ১০:৫৬
বিবর্ন সন্ধা লিখেছেন : আসসালামু আলাইকুম

তারপর ও যে দুনিয়ার মোহ থেকে আমাদের নেশা কাটা না Love Struck
০৭ মে ২০১৬ দুপুর ০৩:৪৫
305672
হাফেজ আহমেদ লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহ মাতুল্লাহ।
368293
০৭ মে ২০১৬ দুপুর ০৩:৪৬
হাফেজ আহমেদ লিখেছেন : হুম ঠিক বলেছেন ভাই। অনেক ধন্যবাদ আপনাকে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File