খুনের নতুন ট্রেন্ড! ভয়ানক এ খেলা থামবেনা।
লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ২৫ এপ্রিল, ২০১৬, ০৭:৩৯:১০ সন্ধ্যা
এবার খুনের ট্রেন্ডটা নতুন মোড় নিল। কারারক্ষী বেচারা রুষ্তম তো ব্লগার-নাস্তিক ক্যাটাগরীতে পড়েনা! তাছাড়া খুনটা একেবারেই কারাফটকে?
জামায়াতের নেতাদের একের পর এক ফাঁসির প্রতিবাদে জামায়াত-শিবির এ কাজ করেছে এবার হয়তো খাওয়ানো যাবে। তাছাড়া একজন নাকি ধরা ও পড়েছে। " অবশেষে ধরা পড়া বিড়ালটি ৫ দিনের রিমান্ডের পরে নিজেকে ব্যাঘ্র বলিয়া স্বীকার করিল" তত্বের ভিত্তিতে ধরা পড়া ব্যাক্তিটি শিবিরের ক্যাডার বলে প্রমাণ হবে।
আচ্ছা বলেনতো! কারারক্ষীকে যদি খুন করতেই হয় খুনিরা জেলগেটকে কেন বেছে নেবে? ওটা কি খুনের জন্য সবচাইতে বিপদজনক যায়গা নয়? ধরে ফেলেছেন নিশ্চয়! নাটকিয়তা এবং মিডিয়া কাভারেজ পেতেই স্হান হিসেবে জেলগেটকেই বেছে নেয়া হয়েছে।
বিশ্বাস করুন! এ দেশে আই এস আই ঘাঁটি গেড়েছে এবং শিবিরের ছেলেরা এখন দলে দলে আই এস আই এ যোগ দিচ্ছে , প্রমান না হওয়া পর্যন্ত এটা চলতে থাকবে এবং মাত্রায় তিব্রতর হতে থাকবে।
বিষয়: বিবিধ
৯৪৩ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তখন ইসলামিস্টদেরকে আলকায়েদার সদস্য বানাো মিডিয়া ও সরকার। আর এখন আই.এস...
কারন বারবার এক শব্দ তাদের নিজেদেরই বলতে ভালো লাগছিলো না....
এই আশংকায় ছটফট করছি সারাদিন...
আল্লাহতায়ালা হেফাজত করুন!!
দেশের লোক সবাই অন্ধ না
ডাইরিতে রেকর্ড হচ্ছে
মন্তব্য করতে লগইন করুন