খুনের নতুন ট্রেন্ড! ভয়ানক এ খেলা থামবেনা।

লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ২৫ এপ্রিল, ২০১৬, ০৭:৩৯:১০ সন্ধ্যা

এবার খুনের ট্রেন্ডটা নতুন মোড় নিল। কারারক্ষী বেচারা রুষ্তম তো ব্লগার-নাস্তিক ক্যাটাগরীতে পড়েনা! তাছাড়া খুনটা একেবারেই কারাফটকে?

জামায়াতের নেতাদের একের পর এক ফাঁসির প্রতিবাদে জামায়াত-শিবির এ কাজ করেছে এবার হয়তো খাওয়ানো যাবে। তাছাড়া একজন নাকি ধরা ও পড়েছে। " অবশেষে ধরা পড়া বিড়ালটি ৫ দিনের রিমান্ডের পরে নিজেকে ব্যাঘ্র বলিয়া স্বীকার করিল" তত্বের ভিত্তিতে ধরা পড়া ব্যাক্তিটি শিবিরের ক্যাডার বলে প্রমাণ হবে।

আচ্ছা বলেনতো! কারারক্ষীকে যদি খুন করতেই হয় খুনিরা জেলগেটকে কেন বেছে নেবে? ওটা কি খুনের জন্য সবচাইতে বিপদজনক যায়গা নয়? ধরে ফেলেছেন নিশ্চয়! নাটকিয়তা এবং মিডিয়া কাভারেজ পেতেই স্হান হিসেবে জেলগেটকেই বেছে নেয়া হয়েছে।

বিশ্বাস করুন! এ দেশে আই এস আই ঘাঁটি গেড়েছে এবং শিবিরের ছেলেরা এখন দলে দলে আই এস আই এ যোগ দিচ্ছে , প্রমান না হওয়া পর্যন্ত এটা চলতে থাকবে এবং মাত্রায় তিব্রতর হতে থাকবে।

বিষয়: বিবিধ

৯৪৩ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

367075
২৫ এপ্রিল ২০১৬ রাত ০৮:১৪
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমি কাশিমপুর কারাগারে বহুদিন ছিলাম। সেখানে হামলা করে নিরাপদে সটকে পড়া এতো সহজ কাজ নয়। সন্ত্রাসী হামলা না ছাই।
২৫ এপ্রিল ২০১৬ রাত ১০:০৩
304602
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : সেটা ম্যাংগো পাবলিক বুঝলেই হয়! বেটারা খুন করার আর যায়গা পেলনা!
367094
২৫ এপ্রিল ২০১৬ রাত ০৯:০৫
দ্য স্লেভ লিখেছেন : আগে বলত আলকায়েদা এটা করেছে,এখন কয় আই.এস করেছে।

তখন ইসলামিস্টদেরকে আলকায়েদার সদস্য বানাো মিডিয়া ও সরকার। আর এখন আই.এস...

কারন বারবার এক শব্দ তাদের নিজেদেরই বলতে ভালো লাগছিলো না....
২৫ এপ্রিল ২০১৬ রাত ১০:০২
304601
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : বৈচিত্র বলে একটা কথা আছেনা? তবে ভবিষ্যৎ কিন্তু মোটেও ভাল নয়।
367100
২৫ এপ্রিল ২০১৬ রাত ০৯:৪৩
তট রেখা লিখেছেন : বাংলাদেশ তার অব্ধারিত নিয়তির দিকেই এগিয়ে যাচ্ছে।
২৫ এপ্রিল ২০১৬ রাত ১০:০৩
304603
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : একদম একমত
367109
২৫ এপ্রিল ২০১৬ রাত ১০:০৬
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : তবে আমার অন্য শংকা হচ্ছে আজকে ৩ টা খুন নিয়ে। বেশ আলোচনা হচ্ছে সর্বত্র। সোশ্যাল মিডিয়াও জমজমাট। এর ফাঁকে মাসুদ ভাইকে ওরা আজ রাতে শহীদ করে দেবেনা তো? সেই আওয়ামি টেকনিক , এক ইস্যুর মঝে অন্য ইস্যু ঢুকিয়ে মুল ইস্যুকে গুরুত্বহীণ করা ফেলা।
367117
২৬ এপ্রিল ২০১৬ রাত ১২:৪৭
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

এই আশংকায় ছটফট করছি সারাদিন...

আল্লাহতায়ালা হেফাজত করুন!!
367143
২৬ এপ্রিল ২০১৬ সকাল ০৮:১৩
কুয়েত থেকে লিখেছেন : নাটকিয়তা এবং মিডিয়া কাভারেজ পেতেই স্হান হিসেবে জেলগেটকেই বেছে নেয়া হয়েছে। ধন্যবাদ
367150
২৬ এপ্রিল ২০১৬ সকাল ০৯:৪৪
নেহায়েৎ লিখেছেন : আম পাবলিক এখন শুধু দর্শক।আতংকিত হয়ে তারা দেখছে তাদের নাটক আর ভাবছে কবে আমার পালা!!!
367163
২৬ এপ্রিল ২০১৬ দুপুর ১২:২৩
হতভাগা লিখেছেন : জনগনকে ভয়ে পাইয়ে রাখতে পারা এবং ইচ্ছেমত গেলাতে পারা - একটা আর্ট ।
367527
৩০ এপ্রিল ২০১৬ সকাল ১১:০৯
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ভাল মানুষকে অন্ধের অভিনয় করতে বললে সে কিন্তু বেশিক্ষন সেটা পারবেনা
দেশের লোক সবাই অন্ধ না
ডাইরিতে রেকর্ড হচ্ছে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File