বুখারী শরিফ: হাদিস নং ৮৪-৮৫;
লিখেছেন লিখেছেন saifu islam ২৫ এপ্রিল, ২০১৬, ০৫:০১:৩৩ বিকাল
হাদিস ৮৪ মূসা ইব্ন ইসমা‘ঈল (র) ……… ইব্ন ‘আব্বাস (রা) থেকে বর্ণিত, হজ্জের সময় নবী (সাঃ)কে (নানা বিষয়ে) জিজ্ঞাসা করা হল। কোন একজন বললঃ আমি কঙ্কর নিক্ষেপের পূর্বেই যবেহ করে ফেলেছি। ইব্ন ‘আব্বাস (রা) বলেন, তখন রাসূলুল্লাহ্ (সাঃ) হাত দিয়ে ইশারা করে বললেনঃ কোন অসুবিধা নেই। আর এক ব্যক্তি বললঃ আমি যবেহ করার পূর্বে মাথা মুড়িয়ে ফেলেছি। তিনি হাত দিয়ে ইশারা করলেনঃ কোন অসুবিধা নেই (যেহেতু ভুলবশতঃ করা হয়েছে)।
★
হাদিস ৮৫ মাক্বী ইব্ন ইবরাহীম (র) …….. আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, নবী করীম (সাঃ) বলেনঃ (শেষ যামানায়) ‘ইলম তুলে নেওয়া হবে, অজ্ঞতা ও ফিতনার প্রসার ঘটবে এবং ‘হারাজ’ বেড়ে যাবে। জিজ্ঞাসা করা হল, ইয়া রাসূলুল্লাহ্! ‘হারাজ’ কি? তিনি হাত দিয়ে ইশারা করে বললেনঃ ‘এ রকম।’ যেন তিনি এর দ্বারা ‘হত্যা’ বুঝিয়েছিলেন। হাদিস
বিষয়: বিবিধ
৮৭৪ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন