- যে খেলায় পরাজয় নেই
লিখেছেন লিখেছেন অন্য চোখে ০৬ মার্চ, ২০১৬, ১২:১৯:৪৮ দুপুর
আমরা জিতে গেছি, খেলাটাই বাকী
যদিও বিলিয়ে দিয়ে আসো সব উইকেট
যদি বলটা ছুঁতে না পারে কোন ষ্ট্যাম্প
তবুও আমরা জিতে গেছি ষোলকোটি বাঙ্গালী।
লাল সবুজে ভরে গেছে ফেইসবুকের পাতায়
কেমন ওড়ছে দেখো বাংলার পতাকা হাতে হাতে
নাড়া দিয়ে গেছে শিশু, কিশোর, মা-খালাদের
যুবক বনে গেছে বৃদ্ধ আলী আক্কাস
সাদাকালো পুরোনো চশমাটা মুছতে মুছতে
সেও আজ বসে পড়বে টিভি সেটের সামনে।
প্রতিদিন ভোরের খবরের কাগজ আর চ্যানেলগুলোর
বিশেষ সংবাদ হত্যা, গুম, খুন ইত্যাদি ছাড়িয়ে যে খবরটা
শিরোনাম হয়ে গেছে, ক্রিকেট জোয়ারে ভাসছে দেশ।
সামাজিক বিভাজন আর রাজনৈতিক অনৈক্যের মাঝেও
পুরো বাঙ্গালী এক হয়ে গেছে আজ ক্রিকেটের জোয়ারে।
আমরা জিতে গেছি, আমরা জিতে গেছি, শুধু খেলাটাই বাকী।
বিষয়: বিবিধ
১০৭১ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন