মাশরাফিদের জন্য সতর্কবার্তা

লিখেছেন লিখেছেন হতভাগা ০৬ মার্চ, ২০১৬, ১২:৫৩:১৮ দুপুর

প্রিয় মাশরাফি ,

আশা করি আল্লাহর রহমতে তোমরা বেশ ফুরফুরে মেজাজেই আছ ।

২০১২ এর পর আবারও তোমরা এশিয়া কাপের ফাইনালে । গতবারের প্রতিপক্ষ পাকিস্তান ছিল , এবারে ভারত ।

পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক তিক্ত বিধায় তাদের সাথে যে কোন পরাজয়ে আমরা হই ব্যথিত আবার জয়ে হই উৎফুল্ল।

ভারত আমাদের শুধু প্রতিবেশী রাষ্ট্রই নয় বন্ধুপ্রতিম রাষ্ট্র যারা কি না আমাদের স্বাধীন হতে জান-প্রান দিয়ে সাহায্য করেছে । তাই তাদের প্রতি আমাদের ঋণ অপরিসীম ।

যদিও এটা খেলা তবুও এটা ভারতের কাছে ধর্মতুল্য এবং এই ক্রিকেট খেলা নিয়ে তারা বেশ ক্রেজি অন্যান্য দেশগুলোর তুলনায় ।

এরা জয়ে খুব উৎসব করে (বিশেষ করে কাপ জিতলে) এবং হারলে খেলোয়ারদের বাড়িতে আগুন লাগায় ।

এবারকার টুর্নামেন্টে একমাত্র ভারতকেই তোমরা হারাতে পার নি , যাদের সামনে আজ তোমরা ফাইনালে মুখোমুখি । গত ওয়ার্ল্ড কাপে তাদের চাওয়ার কাছে তোমাদের প্রত্যাশা লীন হয়ে গেছে সেটা পুষিয়ে দিয়েছে খেলতে এসে ।

এখন তোমরা তাদের সামনে এসে পড়েছ ফাইনালে । গত ২০১২ ০ ২০১৪ তে তারা কাপ পায় নি । পায় নি ২০১৫ তে তোমাদের ঠকিয়েও । এবার কি তারা তা হতে দেবে ?

বাংলাদেশ ভারতের জন্য বরাবরই অনূকুল জায়গা , এখানে এসে তারা যা চায় তাই পায় । আর কেউ যদি সেটাতে বাঁধা হয়ে দাঁড়ায় তার ফলাফল খুব একটা সহজ হয় না দেশবাসীর জন্য ।

কিছুদিন পর তাদের নিজেদের দেশেই হচ্ছে টি২০ ওয়ার্ল্ড কাপ । সেখানে চালবাজি করার হাজারও চেষ্টা করবে কাপ নিতে । তবে বড় বড় দেশগুলো থাকাতে সেরকমভাবে করতে পারবে না যেটা আজকে করতে/করাতে পারবে । বাংলাদেশে তাদের কাপ জেতা বরং নিজেদের দেশের চেয়ে সোজাই হবে ।

মাশরাফি , ভুলে যেও না যে ক'দিন বাদেই ভারতে তোমাদের যেতে হবে বাছাই পর্ব খেলতে । সেখান থেকে যদি উৎড়াতে না পার তাহলে আজ যদি কাপ জেতও সেটা ম্লান হয়ে যাবে । কারণ বড় দলগুলোর সাথে জেতার পর যদি ''মিনোস''দের কাছ হেরে যাও তাহলে কাপ জেতাটাকে সবাই ফ্লুক বলে প্রচার করতে থাকবে ।

ভারতকে যদি হারিয়ে দাও তাহলে সেখানে ওদের পোষ্য আম্পায়াররা তোমাদের জন্য ভ্যাম্পায়ারে পরিনত হবে যারা আইপিএলের উচ্ছিষ্ট খাবার জন্য উন্মুখ হয়ে আছে ।

তাছাড়া পাকিস্ত্যানকে হারিয়ে তোমরা যেরকম উৎসব করতে পেরেছে , বন্ধুরাষ্ট্র ভারতকে হারিয়ে দিলে সেরকম করতে পাবে না বা করতে দেওয়াই হবে না ।

তোমাদের সামনে এখন পথ দুটি , বেছে নিতে হবে যে কোন একটা :

১. এশিয়া কাপ জিতে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে না পারা , অথবা

২. হেরে গিয়ে ওয়ার্ল্ড কাপে খেলতে পারা

কোনটা পছন্দ সেটা বেছে নেবে তোমরাই । তবে আমার মতে ২য় অপশনটা বাংলাদেশের জন্য মন্দের ভাল কারণ ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই না করার চেয়ে ভারতের মত নং ১ টিমের কাছে হারাই ভাল।

তোমাদের শুভবুদ্ধির উদয় হোক - এই কামনা করি।

বিষয়: বিবিধ

১১৬৯ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

361593
০৬ মার্চ ২০১৬ দুপুর ০১:১৪
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : হতভাগা আজ একটি উল্টো পোস্ট দিলো বলে মনে হলো!!!!! আমি মাশারাফিদের জন্য ১ নাম্বার অপসনটাই বেছে দিতে চাই! বিশ্বকাপের কথা পরে ভাবা যাবে এখন শুধুমাত্র এশিয়া কাপ।

চেষ্টা করে সফল হতে পারলে এশিয়া কাপটাই জিতে এসো। আমার কাছে বিশ্ব কাপের চেয়ে এশিয়া কাপই মূল্যবান এই মুহুর্তে।।
০৬ মার্চ ২০১৬ দুপুর ০২:২০
299648
হতভাগা লিখেছেন : বিজয় এলে মিরপুরে

লাশ পড়বে বর্ডারে
০৬ মার্চ ২০১৬ দুপুর ০৩:১১
299649
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : লাশ পড়ছেইই অবিরত এতে আমরা অভ্যস্ত!
০৬ মার্চ ২০১৬ দুপুর ০৩:১৯
299650
হতভাগা লিখেছেন : উল্টা সিধা কিছু হয়ে গেলে টপাটপ উইকেট ফেলবে বর্ডারে
০৬ মার্চ ২০১৬ বিকাল ০৪:০৮
299657
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : বিজিবি কিন্তু লাশ বহনে জন্য তৈরি আছে নো টেনশন!
362041
১০ মার্চ ২০১৬ দুপুর ১২:৪০
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : হুম, দ্বিতীয় অপশনটিই বাস্তবায়ন হলো।
১০ মার্চ ২০১৬ দুপুর ০২:০৮
300009
হতভাগা লিখেছেন : এখন ভারত পোষ্য ভ্যাম্পায়ার দিয়ে বাংলাদেশের খেলাগুলোর রক্ত না চুষলেই হয়
১২ মার্চ ২০১৬ দুপুর ১২:৩১
300180
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : তাসকিন আর সানি অলরেডি টার্গেট হয়ে গেছে।
১৩ মার্চ ২০১৬ সকাল ০৯:১০
300224
হতভাগা লিখেছেন : ওদের কাছ থেকে এরকম আচরণে অবাক হইনি , দুঃখ পেয়েছি।

এখন ওমানের সাথে ধরা খাইয়ে দেয় কি না সেটাই দেখার অপেক্ষায়
368393
০৮ মে ২০১৬ দুপুর ০২:৪১
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ভারতের মত দেশ যার বন্ধু হয়, এই দুনিয়াতে তার আর শত্রুর দরকার নাই।
icc মানেই তো india cricket council
১১ মে ২০১৬ সকাল ০৮:৪৭
306001
হতভাগা লিখেছেন : জয়ের জন্য দরকার : ৩ বলে ২ রান , হাতে ৪ উইকেট । ফলাফল : ১ রানে পরাজয় ।

ভারত বাংলাদেশকে তাদের মাটিতে দ্বি-পাক্ষিক সিরিজ খেলতে কখনই ডাকে নি ।
সুযোগ এসেছিল ভারতকে ভারতের মাটিতে স্টেডিয়াম ভর্তি দর্হসকের সামনে হারিয়ে দিয়ে টুর্নামেন্ট থেকে প্রায়ই বিদায় করে দিয়ে সেই তাচ্ছিল্যের একটা অস্থির জবাব দেবার ।

সেটার সুযোগ কি ভাবেই না হারালো ( নাকি অন্য কাহিনী) !

এখন দলকে শীর্ষে উঠিয়ে , সেন্চুরী হাঁকিয়ে ঐ আফসোসের উপর পরশ লাগানোর চেষ্টা চালিয়ে চলেছে ।

এটা যদি পাকিস্তানের কাছে হার হত তাহলে কি খেলোয়ারেরা পার পেত দেশে এসে?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File