- একটি মানবিক আবেদন
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৬ মার্চ, ২০১৬, ১১:৪৬:২৪ সকাল
এইটুকুন এক বাচ্চা ছেলে
সুধায় বাবা মাকে,
ইচ্ছে হলে সংসার করো
অন্য কোথাও প্রেম করো
মেরোনা আমাকে।
এই টুকুন এক বাচ্চা মেয়ে
"বলি তোমরা শোন,"
প্রেম কিংবা পরকিয়া
ইচ্ছে, কর মন দিয়া
দোষ নাই কোন।
আর মেরোনা আর আমাদের
যদি দয়া হয়,
ছেড়ে দিয়ো ফুটপাথে
থাকবো নাহয় তাদের সাথে
যাদের, এতিম পরিচয়।
বিষয়: বিবিধ
৮৪১ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন